বাংলাদেশ ক্রিকেট

অধিনায়কত্ব করতে প্রস্তুত মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 শনিবার, 29 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আগে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। একসময় ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে দলের দায়িত্ব পান মাশরাফি বিন মুর্তজা। টেস্ট অধিনায়কত্বের দায়িত্বও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তুলে দেয় সাকিব আল হাসানের হাতে। সবমিলিয়ে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকেন মুশফিক। এবার দেশের ক্রিকেটের ক্রান্তিলগ্নে আবারও অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

সম্প্রতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এনটিভিকে বলেন, 'অধিনায়কত্বের ব্যাপারটা আমার হাতে নেই। এটা অনেক সম্মানের একটা কাজ। সবারই একটা স্বপ্ন থাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এবং নিজের দেশকে নেতৃত্ব দেয়ার। এটাতো অবশ্যই সবার কাছে আসে না। তো ওরকম কোনো প্রস্তাব যদি ভবিষ্যতে আসে তাহলে আমি ভেবে দেখতে পারি।'

মুশফিককে অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত কিছুই শোনা যায়নি বোর্ডের তরফ থেকে। তবে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার বিদায়ের পর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বোর্ড।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'ওয়ানডে সিরিজ নিয়ে এখনই চিন্তা ভাবনা করতে হবে। আবার অধিনায়কত্ব নিয়ে যদি বলেন, সেটাও এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।'

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মুশফিকের অধীনে ৩৭টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। জয়ের দেখা পায় ১১টিতে। একই সময়কালে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন মুশফিক। এ সময় দল জিতে আটটি ম্যাচে।

টেস্ট ক্রিকেটে তুলনামূলক লম্বা সময় ধরে অধিনায়কত্ব করেন মুশফিক। ২০১৭ সালে নেতৃত্ব প্রদান থেকে বাদ পড়ার আগে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেন তিনি। যার মধ্যে সাতটি জয় পায় বাংলাদেশ।