ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

নিষেধাজ্ঞার কবলে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:23 মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জন ক্যাম্পবেল এবং পিট স্যালমন। ঘরোয়া ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিংয়ের কারণে তাঁদেরকে নিষিদ্ধ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর ফলে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বোলিং করতে পারবেন না এই দুই ক্রিকেটার। 

লাফবরো ইউনিভার্সিটির স্বতন্ত্র পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর পাস করতে পারেননি ক্যাম্পবেল এবং স্যালমন। পরীক্ষায় দেখা গেছে উভয়ের হাতই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। একারণে অ্যাকশন শুধরে বোলিংয়ে ফিরতে হবে তাদের। 

ক্যাম্পবেলের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ম্যাচে তাঁর বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। 

সেই ম্যাচে ১৯ ওভার বোলিং করে ৫৪ রান খরচায় ১ উইকেট শিকার করেন ডান হাতি স্পিনার ক্যাম্পবেল। আরেক অভিজুক্ত স্পিনার স্যালমন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সন্দেহের মুখে পড়েন। 

২৭ বছর বয়সী স্যালমন গায়ানার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫৭ রান খরচায় ৭ উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই ক্রিকেটারই এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন।