যুব বিশ্বকাপ

ঘনঘন বিদেশ সফরের সুফল পাচ্ছেন আকবর-হৃদয়রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:21 শনিবার, 08 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঘনঘন বিদেশ সফরের ফল পাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ইতোমধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছেন আকবর আলী-তৌহিদ হৃদয়রা। যার অন্যতম কারণ হিসেবে বেশ কয়েকবারের বিদেশ সফরকে দায়ী করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ক্রিকইনফোকে সুজন বলেন, 'মূল রহস্য হচ্ছে আমরা অনেক ম্যাচ খেলেছি। বিসিবি আমাদের জন্য অনেক সফরের আয়োজন করেছে। ছেলেরা ইংল্যান্ডে খেলেছে, নিউজিল্যান্ডে খেলেছে। আমরা প্রায় ৩০টি'র মতো ম্যাচ খেলেছি। জিতেছি ১৮টিতে।'

আমরা যখন নাভেদ নেওয়াজকে কোচ হিসেবে নিয়োগ দিলাম, এরপর থেকেই দেশের বাইরে খেলাটাকে আমরা প্রাধান্য দেই। বোর্ডকে আমরা বোঝাই যে, আমরা যদি বিদেশে না খেলি তাহলে আমরা এক জায়গায় সীমাবদ্ধ থাকব। তখন বোর্ড আমাদের সাহায্য করতে এগিয়ে আসে।'

গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে সিরিজ হারায় আকবরবাহিনী। এছাড়া ইংল্যান্ডের মাটিতে ভারতসহ অংশ নেয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে বাংলাদেশ।

পুরো প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় সুজন আরও বলেন, 'শেষ দুই বছর আমরা একাদশে কোনো পরিবর্তন আনিনি। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৭ দল থেকে আমরা ২০ জন ক্রিকেটারকে বাছাই করি। সেখান থেকেই আমরা ১৫ জনকে নিয়েছি। তারা একসঙ্গে খেলতে খেলতে তাদের ভূমিকা সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছে।

মূল পরিবর্তনটা আসে শেষ বিশ্বকাপের পর। যখন আমরা দেখি অনভিজ্ঞতার কারণে আমরা ম্যাচ হারছি। ফাইনাল ওভারে আমরা বোলিং এবং ব্যাটিং করতে পারছিলাম না।'