পাকিস্তান সফর

সিদ্ধান্ত হয়ে গেছে, এখন খেলতে হবেঃ মাহমুদউল্লাহ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:03 মঙ্গলবার, 21 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। নিরাপত্তার কারণে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে পূর্ণাঙ্গ সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে তাই খেলতেই হবে।

২৪ জানুয়ারি সিরিজ শুরুর আগে ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, মাহমুদউল্লাহ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন তারা। তাঁর দলের পূর্ণ মনোযোগ এখন পারফরম্যান্সে।

মাহমুদউল্লাহ বলেছেন, 'আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আমার মনে হয় না দলের কেউ এগুলো নিয়ে চিন্তিত। ডিসিশন হয়ে গেছে এখন আমাদের খেলতে হবে। আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে। আমরা এটা নিয়ে কৌতূহলী।'

পাকিস্তান সফর নিয়ে স্থানীয় গণমাধ্যমের ইতিবাচক এবং নেতিবারচক সংবাদ নিয়ে এখনও মাহমুদউল্লাহ কোনো চিন্তা করেননি। যদিও এই সফরে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সাহায্য অনেক প্রয়োজন বলে অভিমত দিয়েছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক। 

তিনি বলেন, 'সত্যি কথা বলতে মিডিয়ার বিষয়টি চিন্তা করিনি। আপনাদের সাপোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রোপার ফিডব্যাক অবশ্যই জরুরী। আমাদের চিন্তা করতে হবে আমাদের পারফরম্যান্সটা যেন যথাযথ ওইখানে দিতে পারি।'