অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টির হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:17 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ঃ
১৩৭/৬, ওভার- ২৮.১

স্ক্যাডেনডর্ফ ২২*, তাউরাই ২*; শরিফুল ১/১৮, শামীম ১/১০

বৃষ্টিতে খেলা বন্ধঃ বাংলাদেশের যুবারা আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত উইকেট তুলে নিচ্ছে। কিন্তু জিম্বাবুয়েও সমান তালে রান দলের খাতায় যোগ করে যাচ্ছে। ২৮.১ ওভার শেষে দলটির সংগ্রহ ১৩৭ রান, ৬ উইকেটের বিনিময়ে।

ম্যাচের এমন পরিস্থিতিতে পচেফস্ট্রমে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ আছে। বৃষ্টির আগে রকিবুল হাসান জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটটি তুলে নেন।

লাগাম বাংলাদেশের হাতেঃ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। পচেফস্ট্রমে চলমান ম্যাচটিতে আগে টস জিতেছে বাংলাদেশের যুবারা। টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা।

আগে ব্যাটিং করে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি জিম্বাবুয়ের দুই ওপেনার। ২৯ রানে ভাঙ্গে দলটির ওপেনিং জুটি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের খাতায় ৩৯ রান যোগ করে জিম্বাবুয়ে। এই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৮৮ রানে ৫ উইকেট হারায় তারা।

দুর্দান্ত বোলিং করে এখন পর্যন্ত একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শামীম হোসেন।

২১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯৯ রান, ৫ উইকেটের বিনিময়ে।