ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

কোহলি-ফিঞ্চদের সিরিজ নির্ধারণী ম্যাচ রবিবার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:14 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রবিবার (১৯ জানুয়ারি) স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বোয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুই টায়।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে দশ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতে সুবিধা করতে পারেনি অ্যারন ফিঞ্চের দল।

রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায় ভারত। আগে ব্যাটিং করে ভারত স্কোর বোর্ডে তুলে ৫০ ওভারে ছয় উইকেটে ৩৪০ রান। জবাবে ৪৯.১ ওভারে ৩০৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। 

দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া লোকেশ রাহুল ৫২ বলে ৮০, বিরাট কোহলি ৭৬ বলে ৭৮ ও রোহিত শর্মা ৪৪ বলে ৪২ রান করে আউট হন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। ম্যাচে অজি স্পিনার অ্যাডাম জাম্পা ও ভারতের পেসার মোহাম্মদ শামি তিনটি করে উইকেট নেন। ভারতের এই জয়ে সিরিজে ১-১ সমতা চলছে।

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও অনিশ্চিত ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। মুম্বাইতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হেলমেটে বল লেগে আহত হন পান্ত। এরপরে অস্ট্রেলিয়ার ইনিংসের সময় কিপিংও করেননি তিনি।

এরপর জানা যায়, রিহ্যাব প্রক্রিয়ায় আছেন পান্ত। একাদশে লোকেশ রাহুল থাকায় পান্তের বদলি কোনো উইকেটরক্ষকের ব্যাপারে ভাবেনি ভারতের টিম ম্যানেজমেন্ট। 

ভারত একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াশ আইয়ার, মানিশ পান্ডে/ শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুশেন, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।