Connect with us

বঙ্গবন্ধু বিপিএল

বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙলেন মোসাদ্দেক


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট থান্ডারঃ ১৭৪/৪ (২০ ওভার) (চার্লস ৭৩, মিঠুন ৪৯*; সাদাব ১/২৩, আফ্রিদি ২/২৬)


ঢাকা প্লাটুনঃ ৬৪/১ (৮ ওভার) (তামিম ২৬*, মেহেদি ৩*; মোসাদ্দেক ১/১৮)


জুটি ভাঙলেন মোসাদ্দেকঃ ইনিংসের আট নম্বর ওভারে ওপেনার এনামুল হক বিজয়কে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাঠান সিলেট অধীনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার আগে ২৩ বলে ৩২ রানের ইনিংস খেলেন বিজয়। 

ঢাকার দারুণ সূচনাঃ  সিলেটের দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন ঢাকা প্লাটুনের দুই ওপেনার তামিম  ইকবাল এবং এনামুল হক বিজয়। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৫৮ রানের। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের এই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান জনসন চার্লস। ঢাকা প্লাটুনের বিপক্ষে মাত্র ৪৫ বলে ৭৩ রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেন সিলেট থান্ডারের এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। যেখানে ৮টি ছক্কা এবং ৩টি চার মারেন তিনি।

চার্লসের এই ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট। চার্লস ছাড়াও দারুণ ব্যাটিং করেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ৪ ছক্কা এবং এক চারের সাহায্যে ৩১ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। আর তাঁর সঙ্গী শিরফানে রাদারফোর্ড ২৮ বলে ৩৮ রান করেন।   

সিলেট থান্ডার একাদশঃ

আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শীরফানে রাদারফোর্ড, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন, নাজমুল ইসলাম। 

ঢাকা প্লাটুন একাদশঃ 

তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, আসিফ আলী, জাকের আলী, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ। 

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বের অভিষেকে শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ