ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স পুরষ্কার

স্পিরিট অব ক্রিকেট পুরষ্কার জিতল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডসে বিশ্বকাপ ফাইনালের পর ক্রীড়া সুলভ আচরণের জন্য ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স স্পিরিট অব ক্রিকেট পুরষ্কার দেয়া হয়েছে নিউজিল্যান্ডকে।

উত্তেজনাপূর্ণ ফাইনালে সুপার ওভারে বাউন্ডারির হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড। হারের পরও তাদের ক্রিকেট স্পিরিট সবাইকে মুগ্ধ করেছে। কেন উইলিয়ামসনদের খেলোয়াড় সূলভ আচরণ, নম্রতা এবং হারের পরও মানসিক দৃঢ়তায় মুগ্ধ হয়েছেন পুরস্কার বাছাই কমিটির সদস্যরা।

২০১৩ সাল থেকেই এই পুরষ্কার দিয়ে আসছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটের এই আইন প্রণয়ন সংস্থার সাবেক সভাপতি এবং বিবিসির বিশেষ টেস্ট ধারাভাষ্যকার ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্সের স্মৃতির উদ্দেশ্যে এই পুরষ্কার দেয়া হয়। ক্রিস্টোফার সারা জীবন ক্রিকেটের স্পিরিটের প্রতিনিধিত্ব করে গেছেন।

এমসিসির বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারা মনে করেন, এই পুরষ্কারের যোগ্য নিউজিল্যান্ড। ফাইনালে তারা যে খেলা উপহার দিয়েছে, তা অনেকদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। তারা এই স্বীকৃতির দাবিদার বলেও বিশ্বাস করেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।

সাঙ্গাকারা বলেন, ‘নিউজিল্যান্ড এই পুরষ্কারের যোগ্য। এটা তাদের স্কোয়াডের সাক্ষ্য। তারা যেভাবে খেলেছে, তা অনেকদিন মনে থাকবে। আমরা এখনও স্পিরিট অব ক্রিকেটের কথা বলছি। তারা এই স্বীকৃতির দাবিদার।'

চলতি সপ্তাহে হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্রয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স স্পিরিট অব ক্রিকেট পুরষ্কার তুলে দেয়া হয়েছে।