পাকিস্তান-শ্রীলংকা সিরিজ

পাকিস্তান যাচ্ছেন ম্যাথুজ-চান্দিমালরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:31 শুক্রবার, 29 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

গেল সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। নিরাপত্তা ইস্যুর কারণে সফরটিতে দলের সঙ্গে যাননি অ্যাঞ্জেলো ম্যাথুস-দীনেশ চান্দিমাল সহ ১০ লঙ্কান খেলোয়াড়। তবে এবার তাদের নিয়েই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে লঙ্কানরা। 

১১ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নের অধীনে পাকিস্তান সফরে যাচ্ছে লঙ্কানরা। 

১৬ জনের দলে আরও আছেন  কুশল পেরেরা, সুরাঙ্গা লাকমল, নিরোশান ডিকবেলাররা। অগাস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের সেই দলে পরিবর্তন মাত্র একটি।

স্পিনার আকিলা দনাঞ্জয়া জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। অবৈধ অ্যাকশনের কারণে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন দনাঞ্জয়া। এছাড়া বাকি ১৫জন আগের স্কোয়াডের সদস্যরাই। 

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশটিতে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট।

আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা। ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ ডিসেম্বর, করাচিতে। দুটি ম্যাচই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কুশর পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।