নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ

হ্যামিল্টনে বৃষ্টি ও লাথামের প্রথম দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:49 শুক্রবার, 29 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কারণে হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৫৪.৩ ওভার। এক সেশনের বেশি সময় খেলা হয়নি। আর তাতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন টম লাথাম। এই ওপেনারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ড করেছে তিন উইকেটে ১৭৩ রান।

টস জিতে এ দিন ফিল্ডিং বেছে নেন ইংলিশ দলপতি জো রুট। ব্যাটিংয়ে নেমে মাত্র পাঁচ রান করে ফিরে যান ওপেনার জিত রাভাল। স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনও ফিরে যান দ্রুত। মাত্র চার রান করে ক্রিস ওকসের বলে ফিরে গেছেন উইলিয়ামসন। তারপর অভিজ্ঞ রস টেলরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন লাথাম।

দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন দুজন। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ টিকতে পারেননি টেলর। আটটি চারে ৫৩ রান করে ফিরে যান ক্রিস ওকসের দ্বিতীয় শিকার হয়ে।

টেলর ফিরলেও লড়াই চালিয়ে যান লাথাম। বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন। এরপর বৃষ্টির কারণে আর খেলা হয়নি।

ম্যাচের দ্বিতীয় দিন শুরু করবেন লাথাম ও হেনরি নিকলস। এখন পর্যন্ত লাথামের ব্যাটে এসেছে ১৫টি চারের সাহায্যে ১০১* রান। নিকলস আছেন ৫* রানে। ইংল্যান্ডের হয়ে এ দিন তিনটি ক্যাচই লুফে নেন অধিনায়ক রুট।

সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ১৭৩/৩ (৫৪.৩ ওভার)
(লাথাম ১০১*, টেলর ৫৩; ওকস ২/৪১)