বুমরাহর বোলিং

বুমরাহর তীব্র সমালোচনায় কপিল দেব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:16 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার ভারতের জাসপ্রিত বুমরাহ। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়েও এক নম্বরে অবস্থান তাঁর। অথচ ব্যাটসম্যানদের ত্রাস এই ডানহাতি পেসারের সমালোচনা করেছেন তার দেশেরই কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। 

বুমরাহর বোলিং অ্যাকশনকে ত্রুটিযুক্ত হিসেবে আখ্যা দেন কপিল। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ বিজয়ী এই অধিনায়কের মতে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণেই বারংবার চোটের কবলে পড়তে হচ্ছে বুমরাহকে। মূলত বোলিংয়ের সময় শরীরের চেয়ে হাতের ব্যবহার বেশি করায় বুমরাহর প্রতি অসন্তুষ্ট কপিল। 

কপিল দেব বলেন,  ‘বোলিং অ্যাকশন টেকনিকের দিকের মজবুত হলে প্রভাব ফেলা সম্ভব হয়। বুমরাহর বোলিং অ্যাকশন এমন, ও বারবার চোট পাবে। ও বল করার সময় শরীরের চেয়ে হাতের ব্যবহার বেশি করে। সেটাই ওর সমস্যা।' 

অবশ্য বুমরাহর সমালোচনা করলেও তাঁর সতীর্থ ভুবনেশ্বর কুমারের বোলিং অ্যাকশনের প্রশংসা করেন কপিল। তাঁর বিশ্বাস ভুবনেশ্বর হাতের চাইতে শরীর বেশি ব্যবহার করার কারণে দীর্ঘ দিন খেলা চালিয়ে যেতে পারবে। কপিলের ভাষায়, 'ভুবনেশ্বরের মতো বোলার শরীর বেশি ব্যবহার করে বলে অনেকদিন খেলতে পারবে।’

একটা সময় নিজেও বোলিং অ্যাকশন পরিবর্তনের চেষ্টা করেছিলেন কপিল দেব। নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলিকে আদর্শ মানা এই ক্রিকেটার অবশ্য এই চেষ্টায় সফলতা পাননি। 

কপিলের ভাষায়, ‘আমি অনেক চেষ্টা করেও, বোলিং অ্যাকশন বদলাতে পারিনি। রিচার্ড হ্যাডলিকে দেখে শেখার চেষ্টা করতাম। ওর শরীর এবং হাতের ব্যবহার অসাধারণ ছিল। আমি ওর মতো অ্যাকশনে বোলিং করার চেষ্টা করতাম।’ 

জাসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনা অবশ্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকে অ্যাকশনের কারণে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। এবার কপিল দেবও এই তালিকায় নাম লেখালেন।