ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

হ্যামিল্টনে সিরিজে ফেরার লড়াইয়ে ইংল্যান্ড

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:09 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৬৫ রানের জয় পায় জো রুটের ইংল্যান্ড। এবার সিরিজে ফেরার লক্ষ্যে শুক্রবার (২৯ নভেম্বর) দ্বিতীয় টেস্টে মাঠে নামছে তারা ।

হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই জো রুটদের নাস্তানাবুদ করে কিউইরা। এবার ইংল্যান্ডের সামনে এসেছে প্রতিশোধ নেয়ার সুযোগ। 

সিরিজে ফেরার এই লড়াইয়ে দল নির্বাচন নিয়ে কিছুটা বিপাকে আছে ইংল্যান্ড। কারণ হ্যামিল্টন টেস্টের আগে জিম সেশনে পিঠে চোট পান উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ফলে দ্বিতীয় টেস্টে দলের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটারের খেলা অনিশ্চিত বলে জানা গেছে।। 

শেষ পর্যন্ত বাটলার ফিট না হলে এই ম্যাচে কিপিং করবেন ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অলি পোপ। আর বাটলারের বদলী হিসেবে একাদশে খেলার সম্ভাবনা আছে জ্যাক ক্রলির।

অভিষেকের অপেক্ষায় থাকা এই ডানহাতি ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে এক হাজার ৯০৮ রান সংগ্রহ করেছেন। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এছাড়া মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে বল হাতে মাত্র ২ উইকেট শিকার করা জ্যাক লিচের পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে অলরাউন্ডার ক্রিস ওকসকে। 

এদিকে একাদশে পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ডেরও। আগের টেস্টের শেষ দিন পাঁজরে চোট পান তারকা পেসার ট্রেন্ট বোল্ট। রিপোর্ট গুরুতর না হলেও তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

বোল্টের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তলপেটে চোট পান অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। বোল্ট ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় একাদশে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে। 

আর গ্র্যান্ডহোমের পরিবর্তে খেলতে পারেন ড্যারেল মিচেল। নিউজিল্যান্ডের হয়ে মিচেল এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। এবারই প্রথমবারের মতো এবার টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- 

টম লাথাম, জিত রাভাল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার।  

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য)- 

রোরি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জ্যাক ক্রলি, অলি পোপ (উইকেটরক্ষক), স্যাম কারান, জফরা আর্চার, ক্রিস ওকস/ জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড।