ভারত-বাংলাদেশ সিরিজ

কোহলির অনুপ্রেরণা পাচ্ছেন রাহি-এবাদতরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:56 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্দোর ও কলকাতা টেস্টে আবু জায়েদ রাহি, এবাদত হোসেনদের বোলিংয়ের প্রশংসা করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের মতে, নিজেদের মধ্যে পর্যাপ্ত বিশ্বাস রাখতে পারলে বাংলাদেশের বোলাররা বিদেশের মাটিতেও ভালো খেলবে।  

কলকাতা টেস্ট শেষে কোহলি বলেন, 'অন্য দলের সঙ্গে যেমন খেলি, বাংলাদেশকেও একই মনে হয়েছে। বোলিং দিকটা যদি বিবেচনা করি। এটা পুরোটাই হচ্ছে নিজের ওপরে বিশ্বাস রাখার ওপর।

ওদের পেসাররা যেভাবে বোলিং করেছে তাতে বিদেশের মাটিতেও ওরা অবশ্যই ভালো করতে পারবে। এমনকি স্পিনাররাও। শুধু ওদের মধ্যে সেই বিশ্বাসটুকু আনতে হবে।'

একসময় ভারতের পেস বোলিং আক্রমণ অনেক বেশি দুর্বল ছিল। এ কারণে দেশে বা দেশের বাইরে ব্যাটসম্যানরা ভালো করলেও ম্যাচ হারতে হতো ভারতকে।

বর্তমানে দলটির পেস আক্রমণ দেশে বা দেশের বাইরে তাদের সাফল্যের পেছনের অন্যতম কারণ। কোহলি কৃতিত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলিকে।

সাবেক এই অধিনায়কের দেখানো পথে ভারত সফল হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'টেস্ট ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। আমরা এখন উঠে দাঁড়াতে শিখেছি। দাদার সেই দল থেকেই আমরা এখানে। সত্যি কথা বলতে বিশ্বাস ধরে রাখা জরুরি। আমরা কখনোই পরিশ্রম থামাইনি।'