এনসিএল

বৃষ্টির দাপটের মাঝে সোহরাওয়ার্দির লড়াই

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:20 শনিবার, 09 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিন ঢাকা বিভাগের বিপক্ষে ৫ উইকেটে ১০৫ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দিন মাত্র ৪১ ওভার খেলা হয়েছে। বৃষ্টির দাপটের দিনেও ব্যাট হাতে লড়াই করেছেন বাঁহাতি ব্যাটসম্যান সোহরওয়ার্দি শুভ। খেলেছেন ৯৬ বলে ৫৭ রানের একটি ইনিংস।   

এদিন শুরুতে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাদিফ চৌধুরী। এরপর খেলতে নেমে ঢাকার দারুণ বোলিংয়ের সামনে মাত্র ১০৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে রংপুর। 

দিন শেষে অপরাজিত আছেন নাসির হোসেন (৫) এবং তানবীর হায়দার (৬)। ঢাকার হয়ে শাহাদাত হোসেন এবং সালাউদ্দিন শাকিল প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। আর একটি উইকেট নেন নাজমুল ইসলাম অপু। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শূন্য রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন সোহরাওয়ার্দি এবং অধিনায়ক নাঈম ইসলাম। 

এই জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ব্যাটসম্যান সোহরাওয়ার্দি। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৭ রান করে নাজমুল ইসলামের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

৮০ রানের মাথায় সোহরাওয়ার্দির উইকেট হারানোর পর দ্রুত বিদায় নিতে হয় নাঈম ইসলাম এবং আরিফুল হককেও। ৮৩ রানের সময় অধিনায়ক নাঈমকে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান ঢাকার পেসার শাহাদাত। 

এরপর দলীয় ১০৪ রানে মাথায় শাকিল হোসেনের হাতে ক্যাচ বানিয়ে আরিফুলকে ফেরান সালাউদ্দিন শাকিল। ফলে পাঁচ উইকেট হারিয়ে আবারো বিপদে পড়ে রংপুর। এরপর নাসির এবং তানবীরের ব্যাটে আর উইকেট না হারিয়ে দিন শেষ করে দলটি। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

রংপুর বিভাগঃ ১১০/৫ (৪১ ওভার) (শুভ ৫৭, নাঈম ২৩; শাহাদাত ২/৩৩, শাকিল ২/৩২)