ঢাকা-রাজশাহী

ইনিংস ব্যবধানে হারলো সাব্বিরদের রাজশাহী

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:14 মঙ্গলবার, 05 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে জাতীয় লিগের প্রথম স্তরের খেলায় রাজশাহী বিভাগকে ইনিংস এবং ৪ রানের ব্যবধানে হারিয়েছে নাদিফ চৌধুরীর ঢাকা বিভাগ। 

ম্যাচের শেষ দিন ৩ উইকেটে ৭৭ রান নিয়ে খেলা শুরু করে ফরহাদ হোসেনের রাজশাহী। কিন্তু ঢাকার বোলারদের তোপে মাত্র ২৪১ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রাজশাহীকে। 

ঢাকা বিভাগের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন নাজমুল ইসলাম অপু এবং সাইফ হাসান। এছাড়া সালাউদ্দিন শাকিল নেন ২টি উইকেট। রাজশাহীর হয়ে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। সাব্বির ছাড়াও ৫১ রান করেন নাজমুল ইসলাম শান্ত। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে সুমন খান এবং শুভাগত হোমের দুর্দান্ত বোলিংয়ে ২৩০ রানে গুটিয়ে যায় রাজশাহী। শুভাগত ও সুমন উভয়ই নেন ৩টি করে উইকেট। 

সালাউদ্দিন শাকিল ও জুবায়ের হোসেন লিখন নেন ২টি করে উইকেট। রাজশাহীর পক্ষে ৫৬ রানের ইনিংস খেলেন নাজমুল ইসলাম শান্ত এবং মুক্তার আলি। আর সানজামুল ইসলাম ৪৯ রান করেন। 

রাজশাহী এত অল্প রানে অলআউট হওয়ার পর শুভাগত হোম, তাইবুর রহমান এবং অধিনায়ক নাদিফ চৌধুরীর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। নাদিফ ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

তাইবুর ১০২ এবং শুভাগত ১০৪ রান করেন। এছাড়া সুমন খান অপরাজিত থাকেন ৫০ রান নিয়ে। রাজশাহীর হয়ে ১৬২ রানে ৪ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। এছাড়া ৪১ রান খরচায় ২ উইকেট পান ফরহাদ রেজা। 

 সংক্ষিপ্ত স্কোরঃ 

রাজশাহী বিভাগঃ (প্রথম ইনিংস) ২৩০/১০ (৮৬.১ ওভার) (শান্ত ৫৬, মুক্তার ৫৬*; সুমন ৩/৪৩, শুভাগত ৩/৫৭) 

ঢাকা বিভাগঃ (প্রথম ইনিংস) ৪৭৫/৭ (১৩৬.১ ওভার) (ডিক্লে) (শুভাগত ১০৪, তাইবুর ১০২; সানজামুল ৪/১৬২, ফরহাদ ২/৪১) 

রাজশাহী বিভাগঃ (দ্বিতীয় ইনিংস) ২৪১/১০ (৯৭.২ ওভার) (শান্ত ৫১, সাব্বির ৫৮; সাইফ ৩/১৫, নাজমুল ৩/৫৮)