এনসিএল

মাঠে নামতে পারছেন না কাপালি-সাদমানরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:49 রবিবার, 27 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

টানা বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের দুটি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের প্রথম দিনের খেলাও একই কারণে পরিত্যক্ত করা হয়। 

ম্যাচ দুটিতে দ্বিতীয় দিনেও টস অনুষ্ঠিত হয়নি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোর। কিন্তু গত দুই দিন বৃষ্টি হওয়ায় মাঠে ভেজা আউটফিল্ড রয়ে গিয়েছে। 

একই কারণে খেলা হয়নি রাজশাহীতেও। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের।

দুই দিনেও ম্যাচ না হওয়ায় শুয়ে-বসে সময় পার করছেন কাপালি-সাদমানরা। অবশ্য তৃতীয় দিন খেলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই দুই ম্যাচ এখন পর্যন্ত না হলেও জাতীয় লিগের বাকি দুই ম্যাচ ঠিকমতোই চলছে। প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ।

এখন পর্যন্ত খুলনা প্রথম ইনিংসে করেছে সব উইকেট হারিয়ে ৩৭১ রান। দুই ওপেনার রনি তালুকদার এবং জয়রাজ শেখের হাফ সেঞ্চুরিতে জবাব দিচ্ছে ঢাকা বিভাগও।

পুরোদমে ম্যাচ চলছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠেও। প্রথম স্তরের ম্যাচটিতে রাজশাহী বিভাগ অলআউট হয়েছে ২০১ রানে। জবাবে ব্যাটিং করতে নেমে ইতোমধ্যেই লিডের দেখা পেয়েছে রংপুর।