Connect with us

খুলনা-রংপুর

বিরুদ্ধ স্রোতে ইমরুলের সেঞ্চুরি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)


খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩৩৮/৮ (১০৮.১ ওভার) (ইমরুল ১০৩*, রুবেল ০*; শুভ ২/৪৬) 


ইমরুলের সেঞ্চুরিঃ 

লাঞ্চের পর দ্রুত দুইটি উইকেট হারালেও খুলনার ত্রাণকর্তা হিসেবে এখনও ক্রিজে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের এই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে তুলে নিয়েছেন এবারের এনসিএলে নিজের প্রথম সেঞ্চুরি। 

রাজ্জাকের বিদায়ঃ 

দলীয় ৩২৮ রানের মাথায় আব্দুর রাজ্জাককে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সোহরাওয়ার্দি শুভ। ৭ রান করে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দিয়ে আউট হন খুলনার অধিনায়ক রাজ্জাক।  

লাঞ্চের পর মইনুলের বিদায়ঃ 

লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই সপ্তম উইকেটের পতন ঘটেছে খুলনার। দলীয় ৩১১ রানের মাথায় সাজেদুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান মইনুল ইসলামকে সাজঘরে পাঠান রংপুরের সোহরাওয়ার্দি শুভ। 

সেঞ্চুরির পথে ইমরুলঃ 

এক প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় পুঁজির পথে নিয়ে যাচ্ছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। এরই মধ্যে সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে গেছেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। লাঞ্চের আগে ৭৪ রানের লিড পায় খুলনা বিভাগ।  

ষষ্ঠ উইকেটের পতনঃ 

বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ক্রিজে আসা নাহিদুল ইসলামও। মাত্র ৬ রান করে আলাউদ্দিন বাবুর প্রথম শিকারে পরিণত হন তিনি। ফলে ২৭২ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন হয় খুলনার। 

ব্যর্থ জিয়াউরঃ

মাত্র ৬ রানের ব্যবধানে জিয়াউর রহমানকে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রবিউল হক। দলীয় ২৫০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। 

সৌম্যর বিদায়ঃ 

রংপুর বিভাগের বিপক্ষে আজ ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করে খুলনা বিভাগ। খেলতে নেমে দলীয় ২৪৪ রানের মাথায় সৌম্য সরকারকে সাজঘর ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রংপুরের পেসার শুভাশিষ রায়। সঞ্জিত সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য (৩৬)। 

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন ৩ উইকেটে ১৯২ রানে শেষ করে খুলনা। 

সর্বশেষ

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্রামে উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির পরও পিছিয়ে নর্থ জোন

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

রশিদকে টপকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

আর্কাইভ