সিপিএল ২০১৯

সিপিএলে সাকিবদের ফাইনালে যাওয়ার লড়াই

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 10:17 রবিবার, 06 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রবিবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টায়। এই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত করবে বার্বাডোস। ব্যাটে-বলে দলটির অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

দলটির প্লে অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন সাকিব। এবারের আসরে দলটির হয়ে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

প্রথম ম্যাচে চার ওভারে ১৪ রান খরচায় এক উইকেট শিকার করেন সাকিব। এরপর ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৮ রান। যদিও সেই ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তাঁর দল ১ রানে হেরে যায়। 

দ্বিতীয় ম্যাচে সাকিব ২২ রান করেন এবং চার ওভারে ২০ রান খরচায় একটি উইকেট শিকার করেন। সেই ম্যাচে ট্রাইডেন্টস ২৪ রানে হারায় সেন্ট লুসিয়াকে। তৃতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ২৫ রানে ২ উইকেট নেন তিনি।

ব্যাট হাতে মাত্র ১৩ রান করলেও তাঁর দল ৭ উইকেটের বড় জয় পায়। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে সিপিএলের প্লে অফ নিশ্চিত করে বার্বাডোস। প্লে অফে সাকিবদের প্রতিপক্ষে গায়ানা গ্রুপ পর্বে ১০ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে।