সিপিএল

স্লো ওভার রেট ঠেকাতে সিপিএলে আসছে ‘লাল কার্ড’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:52 রবিবার, 13 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ফুটবলের মতো এখন থেকে ক্রিকেট মাঠে দেখা যাবে লাল কার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্লো ওভার রেটের শাস্তি হিসেবে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হবে একজন ফিল্ডারকে। ধীরগতির ওভাররেট সামাল দিতেই এবারের সিপিএলে এমন নিয়ম আনছে সংশ্লিষ্টরা।

সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ইনিংসের জন্য বরাদ্দ থাকে ৮৫ মিনিট। আন্তর্জাতিক ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি- সব জায়গাতেই এই সময়সীমা অনুসরণ করা হয়ে থাকে। স্লো ওভার রেট ঠেকানোর জন্য ইতোপূর্বে অনেক ধরনের নিয়ম আনা হলেও লাল কার্ডের দেখানোর বিষয়টি আনা হচ্ছে এবারই।

সিপিএল কর্তপক্ষ এরই মাঝে বিবৃতি দিয়ে জানিয়েছে আসন্ন আসরে খুবই নিবিড়ভাবে অনুসরণ করা হবে ঠিক সময়ে ইনিংস শেষ করার বিষয়টি। তাদের দেয়া বিবৃতি অনুযায়ী, ইনিংসের ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটের মধ্যেই।

আর ১৮তম ওভার শেষ করতে হবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে। এরপর ১৯তম ওভার শেষ করতে হবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মাঝে। একদম শেষ ওভার শেষ করতে হবে ৮৫ মিনিটের মধ্যে।

কীভাবে, কোন প্রক্রিয়ায় বা কখন লাল কার্ড দেখানো হবে এটা নিয়েও নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টরা। ১৮তম ওভারের শুরুতে যদি দেখা যায় সময় বেশি লেগে যাচ্ছে, তাহলে একজন বাড়তি ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভেতরে রাখতে হবে।

এরপর ১৯তম ওভারের শুরুতেও যদি বেশি সময় লেগে যায়, তাহলে দুজন বাড়তি ফিল্ডারসহ মোট ৬ জনকে রাখতে হবে বৃত্তের ভেতর। তারপর নির্ধারিত সময় থেকে শেষ ওভার শুরুর সময়ও যদি পিছিয়ে থাকে সেই দল, তাহলে একজন ফিল্ডারকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হবে।

আর তখনও বৃত্তের ভেতর থাকবেন ৬ জন ফিল্ডার। মাঠের বাইরে কোন ফিল্ডার বাইরে যাবে সেটা ঠিক করবেন ফিল্ডিং দলের অধিনায়ক। অর্থাৎ ফিল্ডিং দলের অধিনায়ক যাকে দেখাবেন, লাল কার্ড দেখে তিনিই মাঠ ছাড়বেন।

এবার সিপিএলের ছেলেদের আসর শুরু হচ্ছে ১৭ আগস্ট, মেয়েদের টুর্নামেন্ট শুরু ৩১ আগস্ট। এই টুর্নামেন্টগুলোর প্রতি ম্যাচ এবং প্রতি ইনিংসেই অধিনায়ককে কতটুকু সময় বাকি সেটা জানিয়ে দেয়া হবে। এ ছাড়াও মাঠের দর্শক ও টিভি দর্শকদেরও প্রতি ওভার শেষে জানিয়ে দেয়া হবে সময়।

অবশ্য কোনোপ্রকার চোট-আঘাত বা ডিআরএস অথবা ব্যাটিং দলের সময় নষ্ট করাসহ বিভিন্ন কারণে যদি দেরি হয় সেটাও আলাদাভাবে বিবেচনায় নেয়া হবে। এমনকি ব্যাটিং দল যেন সময় নষ্ট না করে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে সিপিএলের এবারের আসরের নিয়মে।

এ ক্ষেত্রে শুরুতে আম্পায়াররা ব্যাটিং দলকে সতর্ক করে দেবেন। তারপর কেউ যদি সময় নষ্ট করেন বলে আম্পায়ারদের কাছে মনে হয় তাহলে পাঁচ রান পেনাল্টি দেয়া হবে তাদেরকে।