সিপিএল

সিপিএলে সাকিবের ঝড়

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:12 রবিবার, 29 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে কারিশমা দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রিজটাউনে সিপিএলের ২৫তম ম্যাচে ১ ছক্কা এবং ৩ চারের সাহায্যে মাত্র ২৫ বলে ৩৮ রান করেন তিনি।

সাকিবের দারুণ ব্যাটিংয়েও অবশ্য জয় তুলে আনতে পারেনি তাঁর দল বার্বাডোজ ট্রাইডেন্টস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাত্র এক রানে পরাজিত হয় তারা। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সেন্ট কিটসের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। 

এরপর খেলতে নেমে ডানহাতি ব্যাটসম্যান শামার ব্রুকসের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে সেন্ট কিটস। ২ ছক্কা এবং ৬ চারের সাহায্যে মাত্র ৩৩ বলে ৫৩ রান করেন ৩০ বছর বয়সী ব্রুকস। 

এছাড়াও ডেভন থমাস এবং ফ্যাবিয়েন অ্যালেন উভয়ই ২০ রানের ইনিংস খেলেন। বার্বাডোজের হয়ে হেইডেন ওয়ালশ এবং হ্যারি গার্নি ২টি করে উইকেট পান। অপরদিকে সাকিব আল হাসান, জেসন হোল্ডার এবং রেইমন রেইফার শিকার করেন একটি করে উইকেট। 

সেন্ট কিটসের দেয়া ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে সাকিবদের দল বার্বাডোজ। সেসময় মাত্র ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৭ রান। কিন্তু বার্বাডোজকে তখনও আশা যোগাচ্ছিলেন অলরাউন্ডার রেইফার। ১৮তম ওভার থেকে ১২ রান তুলে নিয়ে দলকে জয়ের বেশ কাছে নিয়ে যান তিনি। 

ফলে সমীকরণ দাঁড়ায় শেষ ১২ বলে ২৫ রান। শেল্ডন কর্টরেলের করা পরবর্তী ওভার থেকে আরো ১৩ রান আসলে শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১২ রান দরকার ছিল বার্বাডোজের। সেন্ট কিটসের বাঁহাতি পেসার ডমিনিক ড্রেকসের করা শেষ ওভারের প্রথম বলটি ওয়াইড ছিল।

এরপরের বলেই বিশাল একটি ছক্কা মারেন রেইফার। ফলে শেষ ৫ বলে ৫ রান প্রয়োজন ছিল বার্বাডোজের। কিন্তু দুর্ভাগ্যবশত পরের বলেই রান আউটের শিকার হয়ে ফিরতে হয় রেইফারকে। ১৮ বলে ৩ ছক্কার সাহায্যে ৩৪ রান করেন এই ক্যারিবিয়ান।  

ড্রেকসের করা পরের বলে এক রান নেন নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান হ্যারি গার্নি। চতুর্থ বলটি ডট হওয়ার পর পঞ্চম বলে ১ রান পায় বার্বাডোজ। তাই শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রানের। কিন্তু সেই বলে বোল্ড হয়ে গার্নি বোল্ড হয়ে গেলে এক উইকেটের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট কিটস। 

সেন্ট কিটসের হয়ে শেল্ডন কর্টরেল এবং কার্লোস ব্রাথওয়েট উভয়েই ৩টি করে উইকেট শিকার করেন। আর ২ উইকেট নেন রায়াদ এমরিট।  

সংক্ষিপ্ত স্কোরঃ

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসঃ ১৪৯/৭ (২০ ওভার) (ব্রুকস-৫৩, থমাস-২০;  ওয়ালশ-২/৩৭, গার্নি-২/২৩) 

বার্বাডোজ ট্রাইডেন্টসঃ ১৪৮/১০ (২০ ওভার) (সাকিব-৩৮, রেইফার-৩৪; কর্টরেল-৩/২৭, ব্রাথওয়েট-৩/ ৩০)