হাই পারফর্মেন্স দল

দেড়শ করতে পারলেন না শান্ত

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:19 বুধবার, 28 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে সন্তোষজনক অবস্থানে আছে বাংলাদেশ হাই পারফর্মেন্স দল। 

প্রথম দিনে চার উইকেটে ২৩৩ রানে দিন শেষ করা দলটি এই মুহূর্তে করেছে ছয় উইকেটে ২৯০ রান। তবে দুর্ভাগ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আগের দিন ১২৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আজ আর মাত্র নয় রান যোগ করতে পেরেছেন। ফিরেছেন ১৩৩ রান করে।

আগের দিন শান্তকে সঙ্গ দেয়া আরেক ব্যাটসম্যান জাকির হাসান ৩৯* রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার পক্ষে কালানা পেরেরা দুটি এবং নিশান পেইরিস, রমেশ মেন্ডিস এবং আসিথা ফারনান্দো নিয়েছেন একটি করে উইকেট।
 
আগের দিন ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক শান্ত। তাঁর সিদ্ধান্তে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি দলের। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই ওপেনার নাইম শেখকে হারিয়ে বসে এইচপি দল।

এরপরের উইকেটে জুটি বাঁধেন ওপেনার সাইফ হাসান এবং শান্ত। দুজন মিলে দারুন ব্যাটিং করে দলকে ১০০'র পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ৮১ রানে ব্যক্তিগত ১৮ রানে রান আউটের ফাঁদে পড়েন সাইফ।

খানিক পর ইয়াসির আলি চৌধুরীও বিদায় নেন ৪ রান করে। ৩ উইকেট হারানো এইচপি দলকে সেখান থেকে উদ্ধার করেন অলরাউন্ডার আফিফ হোসেন এবং শান্ত। নিজেদের মধ্যে ৯৯ রানের জুটি গড়েন তাঁরা।

হাফ সেঞ্চুরি হাঁকানো আফিফ ৫৪ রানে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত। বাকি সময় জাকির হাসানকে সঙ্গে নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন শান্ত। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলাদেশ এইচপি দলঃ ২৯০/৬ (১০৬.১ ওভার) (শান্ত ১৩৩, আফিফ ৫৪) (কালানা পেরেরা ২/৫৩)