Connect with us

বিশ্বকাপ

রোডসের বক্তব্য ভুল বুঝেছে সবাইঃ সাকিব


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি - বিসিবি , রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপের ঠিক আগেই আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস বলেছিলেন, নিজেকে প্রমাণ করতে হবে সাকিবকে। তবে সাকিবের দাবী, এমন কিছুই বোঝাতে চাননি টাইগার হেড কোচ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি খোলাসা করেন ওয়ানডের সেরা অলরাউন্ডার। সাংবাদিকদের সামনে জানান,


'আমার মনে হয়না উনি এমন কিছু বলেছেন। তিনি যেটা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে আমি পারফর্ম করতে মুখিয়ে আছি। তিনি আমার অনেক কাছের মানুষ। তিনি এর বাইরে কিছু বলেননি।' 


বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে রোডসের বক্তব্য ছিল, 'সাকিব দুর্দান্ত। তাঁর ফিটনেস বেশ ভালো। সে একটি দারুণ আসরের প্রত্যাশা করছে। তাঁর নিজেকে প্রমাণ করার কিছু বিষয় আছে, সে এটা জানে।

'সে পিছিয়ে পরেছিল, কিন্তু এখন সে আবারো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে ওই মাপেরই খেলোয়াড়। নিজেকে প্রমাণ করে সে সবার বিশ্বাস অর্জন করতে পারে।' 

তবে কিছু প্রমাণের বাকি থাক বা না থাক, সাকিব বিশ্বকাপ শুরু করেছেন আপন মহিমায়। প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বসেরা এই অলরাউন্ডার তাঁর পছন্দের জায়গা, তিন নম্বরে খেলে করছেন ৭৫ রান। 

এরপরে বল হাতেও দলকে ছন্দে ফেরান সাকিব। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে ব্যক্তিগত ৪৫ রানে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

ফ্ল্যাট উইকেটে দশ ওভারে ৫০ রান খরচায় মার্করামের উইকেটটি অর্জন করেন সাকিব। এছাড়া দারুণ ফিল্ডিংয়েও দলে অবদান রেখেছেন তিনি। প্রোটিয়া পেসার অ্যান্ডিল ফেহলুকায়োর ক্যাচ লুফে নিয়েছেন তিনি। 

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ