অনূর্ধ্ব-১৬

উইকেটের খোঁজে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:36 সোমবার, 13 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান অনূর্ধ্ব- ১৬ঃ ১২৩/১, ২৯ ওভারে

সামির ৫৪*, ওয়াকাস ৩৪*; আইচ ১/১১ 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২৫৯/৭, ওভারঃ ৫০

রবিন ৬৯, আইচ ৫২; আসের ২/৪০, মাহমুদ ২/৫৩

সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ২৬০ রানের লক্ষ্য তাড়া করছে পাকিস্তান অনূর্ধ্ব- ১৬ দল।

সামির-ওয়াকাসের ব্যাটে এগোচ্ছে পাকিস্তানঃ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন পাকিস্তানের ওপেনার সামির সাকিব। ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। ৫৪ রানে ব্যাটিং করছেন সামির।

ওয়াকাস ব্যাটিং করছেন ৩৪ রানে। তিনিও এগোচ্ছেন অর্ধশতকের দিকে। এই দুইজন বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের দুইজনের প্রতিরোধে কোন উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান তুলেছেন তাঁরা দুইজন।

জুটি ভাঙ্গলেন আইচঃ হাসিবুল্লাহ এবং সামির সাকিবের ৫৪ রানের জুটি ভেঙ্গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের আইচ মোল্লা। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ওপেনার হাসিবুল্লাহকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

৪৮ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন হাসিবুল্লাহ। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মোহাম্মদ ওয়াকাস। তিনি ব্যাটিং করছেন ৩ রানে। তবে ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন সামির। ২৪ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

পাকিস্তানের ভালো শুরুঃ লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। দশ ওভারের বেশি ব্যাটিং করেছেন দুই ওপেনার হাসিবুল্লাহ এবং সামির সাকিব। উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে এখন পর্যন্ত ৩৬ রান এনে দিয়েছেন দুইজন। 

হাসিবুল্লাহ ব্যাটিং করেছেন ১৫ রানে এবং সামির ব্যাটিং করছেন ১৫ রানে।