বিগ ব্যাশ

প্রথম জয় পেল পার্থ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:08 বুধবার, 26 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

নিজের প্রথম দুই ম্যাচে হেরে বিগ ব্যাশের শুরুটা ভালো হয়নি পার্থ স্কোরসার্চের। তবে বুধবার আসরে প্রথম জয় তুলে নিয়েছে তিন বারের চ্যাম্পিয়নরা। অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে অ্যাস্টন টার্নারের দল।

এদিন স্ট্রাইকার্সদের পাত্তাই দেয়নি পার্থ। পুরো ইনিংস জুড়েই সাজঘরে আসা যাওয়ার মধ্যে ছিলেন অ্যাডিলেডের ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করে ২৫ রানে প্রথম উইকেট হারানো অ্যাডিলেড অল আউট হয় মাত্র ৮৮ রানে।

ওপেনাররা ভালো সূচনা পেলেও দলীয় ২৫ রানে ব্যক্তিগত ২২ রানে ফিরেন ওয়েদারল্যান্ড। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার মেলা। মিডেল অর্ডারে কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেন নি।

জেসন বেহরেনডরফ এবং কেন রিচার্ডসনের বোলিং তোপে ৪৬ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন বড় বিপদে তখন অ্যাডিলেডের মান বাঁচান দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান রশিদ খান এবং ভালেন্তে।

কিন্তু দুজনই সাজঘরে ফেরেন ২১ রানে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে স্ট্রাইকার্সরা গুটিয়ে যায় মাত্র ৮৮ রানে। পার্থের পক্ষে কেন রিচার্ডসন ৩টি, অ্যান্ড্রু টাই এবং বেহরেনডরফ নেন ২টি করে উইকেট।

৮৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে মাইকেল ক্লিঙ্গার এবং ইঙ্গিস ফিরলেও চতুর্থ উইকেট জুটিতে উইলিয়াম বসিস্টো এবং অ্যাস্টন টার্নারের ব্যাটে জয়ের পথে হাঁটতে থাকে পার্থ।

দুজন মিলে দেখে শুনে খেলে ৫৭ রানের জুটি গড়ে পার্থের জয়ের পথটা সহজ করে দেন। জয়ের খুব কাছে গিয়ে অ্যাস্টন টার্নার ফিরলেও বসিস্টোর ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ।

১২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন টার্নারের দল। অ্যাডিলেডের পক্ষে বিলি স্ট্যানলেক নেন ১৮ রান দিয়ে ১ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

অ্যাডিলেড স্ট্রাইকার্সঃ ৮৮ অল আউট (১৭.২ ওভার)

(জেক ওয়েদারল্যান্ড ২২, রশিদ খান ২১), (কেন রিচার্ডসন ৩/৭)

পার্থ স্কোরচার্সঃ ৯২/৩ ১(৮ ওভার) 

(বসিস্টো ৩৬, অ্যাস্টন টার্নার ২৪), (বিলি স্ট্যানলেকে ১/১৮)