বিগ ব্যাশ ২০১৯

ফের হারল ম্যাককালাম-লিনের দল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:22 শনিবার, 22 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশে নিজেদের প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স। ব্রিসবেন হিটের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নিয়েছে ম্যাথিউ ওয়েডের দল। এই নিয়ে টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হল ক্রিস লিনের দলকে। 

বৃষ্টির কারণে ১ ওভার কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ম্যাথিউ ওয়েডকে হারিয়ে বসে হ্যারিকেন্স। ওয়েড ফিরলেও আরেক ওপেনার আর্চি শর্ট ঠিকই রানের চাকা সচল রাখেন।

অ্যালেক্স ডুরানের দলীয় ৪২ রানে ফিরলেও ম্যাকডরমটকে সঙ্গে নিয়ে হিটের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন শর্ট। ফিফটিও তুলে নেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু দলকে ১০০ রানের পুঁজি এনে দেয়ার পর ৫২ বলে ৬৭ রানে বিদায় নেন তিনি।

ম্যাকডরমটও ফিরে যান ২৫ রানে। শেষ পর্যন্ত জর্জ বেইলির ২২ এবং সিমন মিলেঙ্কোর ১৮ রানের উপর ভর করে নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় হ্যারিকেন্সরা। হিটের পক্ষে মুজিব উর রহমান ২৩ রান দিয়ে নেন ২ উইকেট।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউটের ফাঁদে পরে সাজঘরে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম ফিরলেও ক্রিস লিন এবং ম্যাক্স ব্রায়ান্ট মিলে দলের হাল ধরেন। কিন্তু দুজনই ফিরে যান দলীয় ১০০'র আগে।

হ্যারিকেন্স বোলার জেমন্স ফকনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষের দিকে বেন কাটিং ঝড় তুলে ফিফটি হাঁকালেও ৩২ বলে ৫৮ রান করে ফিরে যান তিনি। ১৮.৪ ওভারে ১৪৪ রানে থামে হিটের ইনিংস। জেমন্স ফকনার ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ 

হোবার্ট হ্যারিকেন্স ১৫৯/৬ (১৯ ওভার)

(আর্চি শর্ট ৬৭, ম্যাকডরমট ২৫), (মুজিব উর রহমান ২/২৩)

ব্রিসবেন হিট ১৪৪ অল আউট (১৮.৪ ওভার)

(বেন কাটিং ৫৮, ম্যাক্স ব্র্যায়ান্ট ৩০), (জেমন্স ফকনার ৩/২৫)

ফলাফলঃ ১৫ রানে জয়ী হোবার্ট হ্যারিকেন্স