উইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র নিশ্চিত করেছে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরছেন সাকিব আল হাসান। টেস্ট সিরিজের জন্য এখনও দল ঘোষণা না করলেও সাকিবের স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত।
সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেই মাঠে দেখা যাবে টাইগারদের টেস্ট এবং টি-টুয়েন্টি দলপতিকে। মাঠে ফিরে দলের অধিনায়কত্বও করবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে সাকিবের দলে ফেরার ব্যাপারে বিসিবির সূত্র থেকে নিশ্চিত ভাবে জানা গেলেও ওপেনার তামিম ইকবালের দলে ফেরার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাঁহাতি এই ওপেনারের মাঠে ফিরতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
ইনজুরির কারণে প্রায় ২ মাস মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। আঙ্গুলের ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
সেই সঙ্গে মাঠে ফিরতে অন্তত ৬ মাসেরও বেশী সময় লাগতে পারে তাঁর এমনও গুঞ্জন উঠেছিলো। কিন্তু সব বাঁধা কাটিয়ে আসন্ন সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তিনি বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান সাকিব। যেকারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হয় নি তাঁর।
পরবর্তীতে মাঠে ফিরলেও ইনজুরি পুরোপুরি সেরে উঠেছিলো না তাঁর। উইন্ডিজদের মাটিতে আঙ্গুলে ইনজেকশন নিয়ে খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর এশিয়া কাপ চলাকালীন সময় ইনজুরি বড় আকারে রূপ নিলে দেশে ফিরতে হয় তাঁকে।