বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশকে ডগলাস হোন্ডার খোঁচা

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 19:37 রবিবার, 04 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

পাঁচ দিনের খেলা টেস্ট ক্রিকেট, ব্যাটসম্যানদের উচিত সেই অনুযায়ীই খেলা। বাংলাদেশি ব্যাটসম্যানরা সিলেট টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস ঠিক সেই কাজ গুলোই করেছে যা টেস্ট ক্রিকেটে অগ্রহণযোগ্য।

জিম্বাবুয়ের বোলারের আঁটসাঁট বোলিংয়ের সামনে একের পর এক আত্মঘাতী ভুল করে গেছে বাংলাদেশ, দিন শেষে মাত্র ৫১ ওভারে ১৪৩ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা।
অন্যদিকে জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাট করে ১১৮ ওভার ব্যাট করেছে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন হাল দেখে কিঞ্চিৎ খোঁজা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি জিম্বাবুয়ের বোলিং কোচ ডগলাস হোন্ডা। 'এটা টেস্ট ক্রিকেট, এটা পাঁচ দিনের খেলা, আপনাকে সেই অনুযায়ীই খেলতে হবে। 

'আপনি যদি ঠিক জায়গায় বল করে যান, তাঁরা আউট হবেই। আর আমাদের ব্যাটসম্যানদের কথা আলাদা করে বলতেই হয়। তাঁরা উইকেটে অনেক সময় কাটিয়েছে,' দ্বিতীয় দিনের খেলা শেষে বলেছেন হোন্ডা।

একই সুরে কথা বলেছেন জিম্বাবুয়ের ফ্রন্ট লাইন পেসার টেন্ডাই চাতারাও। বাংলাদেশ ওয়ানডে মেজাজে খেলেছে, স্পষ্ট ভাষায় বলেছেন তিনি। 

'তাদের ওয়ানডে সিরিজটা ভাল কেটেছে। আমরা জানতাম তাঁরা ওয়ানডে মানসিকতা নিয়েই ব্যাট করতে নামবে, যা আমাদের অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা আক্রমণাত্মক ফিল্ডিং সেট করেছি। 

'আমার মনে হয় তাঁরা খুব একটা মানিয়ে নিতে পারেনি, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের সাথে। টেস্টে আপনি বল ছেড়ে ছেড়ে খেলবেন। আর ওয়ানডেতে আপনি রানের খোঁজে থাকবেন।'

তবে বাংলাদেশের ভুলের সাথে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংও সফরকারীদের ম্যাচের নাটাই দখল করতে সাহায্য করেছে। তাই বোলিং কোচ হোন্ডার প্রশংসা পাচ্ছেন টেন্ডাই 
চাতারা ও কাইল জারভিসরা।

'আশা না ছেড়ে শুধু ঠিক জায়গায় বলে করে যাওয়াই মূল কথা। উইকেটে ন্যাচারাল ভেরিয়েশন ছিল, জায়গা মত বল করে গেলে ভাল ফলাফল আসবেই,' দিন শেষে সাংবাদিকদের বলেছেন ডগলাস হোন্ডা।