বাংলাদেশের বোলিং-ফিল্ডিংয়ের প্রশংসায় উইলিয়ামস

ছবি: বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস একাই টেনেছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দলের ৮৫ রানে অধিনায়কের অবদানই ছিল ৫২। তার দুর্দান্ত ব্যাটিং চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশ দলকে।
তবে মধ্যাহ্ন বিরতির পর মাসাকাদজাকে টাইগার পেসার আবু জায়েদ রাহী এলবির ফাঁদে ফেলেন দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই। মাসাকাদজা ফিরেছেন সেই ৫২ রানেই। এর আগে দলীয় ৪৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শেন উইলিয়ামস জানিয়েছেন, দ্রুত ৩ উইকেট হারানোই তাদের পেছনে ঠেলে দিয়েছে। তাছাড়া, সিলেট টেস্টের প্রথম দিনে টাইগারদের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি।
"এটা অবশ্যই কঠিন পরিস্থিতি যখন আপনি তিন উইকেট হারিয়ে ফেলবেন। আমি মনে করি বাংলাদেশ দারুণ বোলিং এবং ফিল্ডিং করেছে। তাদের ফিল্ডিং সেট করা দুর্দন্ত ছিল। ফলে লেগ সাইডে অথবা অফ সাইডে খেলা সহজ ছিল না। তারা পুরো সময় এমন শক্ত অবস্থানে ছিল। এটা আমাদের অনেক চাপ দিয়েছে এবং ঝুঁকি নিয়ে খেলার জন্য চিন্তা করতে বাধ্য করেছিল।"
সিলেটের উইকেটকে টেস্টের জন্য আদর্শ উইকেট বলেই মনে করছেন তিনি। প্রথম দিনেই টাইগার বোলাররা টার্ন ও বাউন্স পেয়েছেন। তবে উইলিয়ামস মনে করেন তিন/চার দিন পর আরও টার্ন ও বাউন্স পাবেন বোলাররা।
"আমি মনে করি এটা চমৎকার টেস্ট উইকেট। বেশ কিছু বল টার্ন এবং বাউন্স হয়েছে। কিছু বল নিচু হয়েছে এবং খেলা কষ্টকর ছিল। আমি মনে করে তিন-চারদিন পর আরও আরও টার্ন এবং বাউন্সের তারতম্য দেখতে পাবেন।"