জিম্বাবুয়েকে অল্প রানে গুটিয়ে দেয়ার লক্ষ্য টাইগারদের

ছবি: বাংলাদেশ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে তাদের ব্যাটিং অর্ডারের অর্ধেক হারিয়েছে। ৯১ ওভারে ৫ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করেছে ২৩৬ রান। ১২২ বল খেলে মুর অপরাজিত আছেন ৩৭ রানে। তার সঙ্গী রেগিস চাকাভা অপরাজিত আছেন ৪৮ বলে ২০ রান করে।
জিম্বাবুয়ের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের এটাই শেষ জুটি। দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়েকে ৩২০ রানের মধ্যে গুটিয়ে দেয়াই টাইগারদের লক্ষ্য। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ রাহী।

"ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেল এন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেওয়া। সেটা হলে ওদের ৩২০ এর মধ্যে আটকে দিতে পারব। যদি কাট করে তাহলে ভাল হয়। বল কিন্তু এখনো পুরনো হয়নি। জাস্ট ১০-১২ বল হইছে। এখনো স্যুয়িং আসবে।"
প্রথম ইনিংসে এগিয়ে থাকতে পারলে দ্বিতীয় ইনিংসেও রেডিশিয়ানরা খুব বেশি দূর পর্যন্ত যেতে পারবে না বলেই বিশ্বাস রাহীর। এই পেসারের মতে শেষের দিকে গিয়ে এই উইকেটে টার্ন পাওয়া যাবে। এই টার্নের সুবিধাই নিতে চায় তার দল।
"আমরা সেট করেছি যে ৩২০ এর ভেতর অলআউট করলে... এই উইকেট শেষের দিকে গিয়ে কিন্তু টার্ন করে। আমরা যদি আগায়ে থাকতে পারি প্রথম ইনিংসে তাহলে সেকেন্ড ইনিংস মনে হয় না ওরা বেশি করতে পারবে।"
বাংলাদেশ আজকে একজন পেসার আর তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে। একমাত্র পেসার হিসেবে আছেন লোকাল হিরো আবু জায়েদ রাহী। আর টাইগারদের দ্বিতীয় পেসারের ভূমিকায় আছেন অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। প্রথম দিনেই বল হাতে সফল হয়েছেন টাইগার স্পিনাররা।
ফলে বোঝাই যাচ্ছে উইকেট থেকে তারা দারুণ সহযোগীতা পাচ্ছেন। বিশেষ করে তাইজুল ইসলাম। এই বাঁহাতি একাই দখল করেছেন ২ টি উইকেট। জিম্বাবুয়ের বাকি তিন উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রাহী, অপু ও মাহমুদুল্লাহ। দ্বিতীয় দিনে তাদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।