মাঠের ভেতর মুশফিক ভক্ত!

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মেহেদী হাসান মিরাজ ছিলেন বোলিং মার্কে। উইকেট কিপার মুশফিকুর রহিম হাতের ইশারায় ফিল্ডারদের অবস্থান ঠিক করছিলেন। ৪৯তম ওভারের খেলা চলছিল তখন।
ওভারেই মাঝেই দেখা গেল সিলেট স্টেডিয়ামের ক্লাব হাউজের গ্যালারি বেষ্টনী টপকে এক ক্ষুদে দর্শক মাঠে প্রবেশ করে।

এক দৌড়ে মাঠের মাঝে এসে সোজা উইকেট কিপার মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন তিনি। ফিল্ডিং সেট করায় ব্যস্ত থাকা মুশফিক ঘটনার আকস্মিকতায় চমকে উঠেন।
মুশফিক সহ পুরো সিলেট স্টেডিয়ামের চোখ তখন ওই ক্ষুদে ভক্তর দিকে। খানিক বাদেই ঘটনা বুঝতে পারে হাসি মুখে ক্ষুদে ভক্তকে জড়িয়ে ধরেন মুশফিক।
পরক্ষনেই নিরাপত্তাকর্মীরা এসে উপস্থিত হলে সেই ক্ষুদে ভক্তকে মাঠ ছাড়া করেন। এই ঘটনার পর ক্ষুদে ভক্ত ও নিরাপত্তাকর্মীদের সাথে যোগ হয় আরও এক ঝাঁক উৎসুক দর্শক।
ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনা কিছুক্ষণের জন্য হলেও উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।