আফ্রিদির সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত তামিম

ছবি: তামিম ইকবাল ও শহীদ আফ্রিদি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের নিয়মিত মুখ সাবেক পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই তিনি খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।
তারই ধারাবাহিকতায় বিপিএলের আগামী আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে বিপিএলের একবারের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। আফ্রিদিকে নিজ দলে পেয়ে উচ্ছ্বসিত তিনি।

"২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আফ্রিদিকে পেয়ে দারুণ আনন্দিত। আশা করছি তার অভিজ্ঞতা টুর্নামেন্টে আমাদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে।"
আফ্রিদিকে দলে স্বাগত জানিয়ে এভাবেই একটি টুইট করেছেন টাইগার ওপেনার তামিম। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি।
সেখান থেকেই প্রথম সুযোগে আফ্রিদিকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। তামিম এবারই প্রথম একই দলে খেলছেন না আফ্রিদির সাথে। এর আগে পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে একই দলে খেলেছেন আফ্রিদি ও তামিম।
কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, অাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমির ইয়ামিন।