promotional_ad

উপেক্ষিত ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মাররা

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রতিবারের মতো এবারও উপেক্ষিত হয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পারফর্মাররা। তবে পূর্বের তুলনায় এবার আরও বেশি খারাপ রূপ নিয়েছে। আগে দলে যদিও রাখা হত পারফর্মারদের, কিন্তু এবার কোন দলেই জায়গা পাননি শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাকের মতো ক্রিকেটাররা। 


২৮শে অক্টোবর (রবিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। দেশি-বিদেশি সর্বমোট ৫৫১ জন ক্রিকেটার নিয়ে করা হয়েছিল আসন্ন বিপিএলের এই ড্রাফট।


দেশের প্রায় অভিজ্ঞ সব ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে কোন না কোন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ক্যাটাগরি 'বি' তে থাকা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে দলে ডাকেনি কেউই। ২০১৭ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার।


promotional_ad

এখন অবধি বিপিএলের ৩৩টি ইনিংসে বোলিং করেছিলেন রাজ্জাক। ৭ ইকোনমিতে নিয়েছেন ৩৪টি উইকেট। এমনকি কোন দলে জায়গা হয়নি বাংলাদেশ দলের এক সময়ের বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসেরও। যিনি কিনা কিছুদিন পূর্বেই এনসিএলে শতক হাঁকিয়েছিলেন।


বিপিএলের গত আসরে তিনিও রংপুরের হয়ে খেলেছিলেন। ৪০টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। ১০৭ স্ট্রাইক রেটে প্রায় ২৭ গড়ে রান সংগ্রহ করেছেন ৯৩৭। যেখানে ছয়টি অর্ধশতক এবং একটি শতকও রয়েছে তাঁর। কিন্তু দেশের ক্রিকেটের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিপিএলের আসন্ন আসরের জন্য রাখেনি কোন দলই।


এই দুইজন ছাড়াও একটা সময় জাতীয় দলের হয়ে খেলা ডানহাতি অলরাউন্ডার নাইম ইসলামও সাড়া পাননি কোন ফ্র্যাঞ্চাইজি থেকে। এবারের বিপিএল ড্রাফটে 'সি' ক্যাটাগরিতে ছিলেন নাইম। চলমান জাতীয় লিগে শতক হাঁকিয়েছিলেন ছিলেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকলেও ড্রাফটে নজরে আসেননি কোন দলেরই।


তালিকায় 'সি' ক্যাটাগরিতে থাকা সোহরাওয়ার্দী শুভকেও দলে রাখেনি সাতটি ফ্র্যাঞ্চাইজির কেউই। যদিও দেশের ক্রিকেটে এখন আর তেমন নাম ডাক নেই এই স্পিনারের তবে এক সময় জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনিও।


এনামুল হক জুনিয়র, ৩১ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি এই অর্থোডক্স বোলারও ডাক পাননি আসন্ন বিপিএলে। এখন পর্যন্ত ২৭ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি। নিয়েছেন ৩১টি উইকেট। একইসাথে বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকেও রাখেনি কোন দল।


বিপিএলে বেশ অভিজ্ঞ এই ক্রিকেটার। ৪২ ইনিংসে ৩৯টি উইকেট রয়েছে তাঁর ঝুড়িতে। বলা যায়, ২০১৯ সালের ৫ই জানুয়ারি শুরু হতে যাওয়া আসন্ন বিপিএলের জন্য উপেক্ষিত হয়েছেন দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball