রাজশাহীতে সৌম্য

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএল ২০১৮-১৯ মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে ঢাকার রেডিসন ব্লু হোটেলে। চলমান ড্রাফটের আগেই বিপিএল দল গুলো চারজন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এর বাইরে বেশ কিছু ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করেছে দল গুলো।
এবার ড্রাফটের মাধ্যমে দল সাজানোর শেষ কাজ সম্পূর্ণ করবে বিপিএল দল গুলো। এখন পর্যন্ত বিপিএল ড্রাফট থেকে নেয়া ক্রিকেটার ও তাদের দলের তালিকা তুলে ধরা হলো...
ঢাকা ডাইনামাইটসঃ রুবেল হোসেন (ক্যাটাগরি এ)

চিটাগং ভাইকিংসঃ মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি এ)
রংপুর রাইডার্সঃ শফিউল ইসলাম (ক্যাটাগরি এ)
কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ আবু হায়দার রনি (ক্যাটাগরি এ)
খুলনা টাইটান্সঃ জহুরুল ইসলাম (ক্যাটাগরি বি)
রাজশাহী কিংসঃ সৌম্য সরকার (ক্যাটাগরি এ)
সিলেট সিক্সার্সঃ আফিফ হোসেন (ক্যাটাগরি বি)