promotional_ad

ড্রাফটের আগে কে কোন দলে?

ক্রিস গেইল ও সুনীল নারিন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে রবিবার। দলগুলো এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে রিটেইন করেছে।বিপিএলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে দলগুলো।


বিপিএলের আগামী আসরকে সামনে রেখে দলগুলো এরই মধ্যে দলে ভিড়িয়েছে বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটারকে। গত আসরের শিরোপা জয়ী দল রংপুর রাইডার্স প্রোটিয়া হার্ড হিটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে চুক্তি করেছে।


সঙ্গে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলসও। দলটি রিটেইন করেছে অধিনায়ক মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিথুনকে। এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে।


তারা হলেন লিয়াম ডসন ও লঙ্কান অলরাউন্ডার আসেলা গুনারত্নে। কুমিল্লা রিটেইন করেছে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও শোয়েব মালিককে। এবারের আসর দিয়ে প্রথম বারের মতো বিপিএল মাতাবেন অজি ওপেনার ডেভিড ও??ার্নার।


তিনি চুক্তি বদ্ধ হয়েছেন সিলেট সিক্সার্সের হয়ে খেলার জন্য। একই দলে খেলার কথা রয়েছে নেপালের তরুণ লেগস্পিনার সন্দীপ লামিচানের। সিলেট তাদের রিটেইন লিস্ট তৈরি করেছে নাসির হোসেন, সাব্বির রহমান ও সোহেল তানভিরকে নিয়ে। তাছাড়া, তারা আইকন ক্রিকেটার হিসেবে  দলে নিয়েছে লিটন দাসকে।


promotional_ad

রাজশাহী অবশ্য তারকা ক্রিকেটার কাউকে না নিলেও চুক্তি করেছে তরুণ আফগান পেসার কাইস আহমেদের সাথে। রাজশাহী রিটেইন করেছে মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও জাকির হাসানকে।


তাছাড়া রাজশাহীর হয়ে বিপিএলের আগামী আসরে খেলবেন ইংলিশ ক্রিকেটার ক্রিস্টিয়ান জোনকার। ঢাকা ডায়নামাইটস দলে নিয়েছে আফগান মারকুটে ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাইকে।


সঙ্গে আগের আসরের দল থেকে তারা রেখে দিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, অলরাউন্ডার সুনীল নারিন, রভম্যান পাওয়েল ও কিরন পোলার্ডকে।


এক নজরে দেখে নেয়া যাক প্লেয়ার্স ড্রাফটের আগে দলগুলোর ক্রিকেটারদের তালিকাঃ


রংপুর রাইডার্স: ক্রিস গেইল, মাশরাফি মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।


ঢাকা ডাইনামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারিন, রভম্যান পাওয়েল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই।


সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে।


খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথোয়েট, ডেভিড মালান, আলী খান।


কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন।


রাজশাহী রাজশাহী: মমিনুল হক, মেহেদী হাসান মীরজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জোনকার।


চট্টগ্রাম ভাইকিংস: সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্র্যালিঙ্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball