বিপিএলে ফিরছেন আশরাফুল

ছবি: মোহাম্মদ আশরাফুল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবার বিপিএলের ষষ্ঠ আসরের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
এই তালিকাতে আশরাফুলের নাম আছে বি গ্রেডে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রবিবার। ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে জমজমাট এই ড্রাফট থেকে যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারবে আশরাফুলকে।
বি গ্রেডের ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা করে। মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান।

তবে চলতি বছরই বিপিএলে খেলার উপর তার নিষেধাজ্ঞা উঠে গেছে ফলে তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে বিপিএলের ড্রাফটে। বি গ্রেডে আশরাফুল ছাড়াও আছেন, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল-আমিন ও আবুল হাসান।
তাছাড়া, একই সঙ্গে আছেন কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, আব্দুর রাজ্জাক, তানবির হায়দার ও ফজলে মাহমুদ রাব্বি।
বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে মোট ১৮৬ জন স্থানীয় ক্রিকেটারকে। এই ক্রিকেটারদের মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ প্লাস ক্যাটাগরিতে আছেন একজন মাত্র ক্রিকেটার।
তিনি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তাছাড়া,এ ক্যাটাগরিতে আছেন ৭ জন, বি ক্যাটাগরিতে ১৭ জন, সি ক্যাটাগরিতে ৪৩ জন, ডি ক্যাটাগরিতে ৪৩ জন ও ই ক্যাটাগরিতে ৭৫ জন খেলোয়াড়।
এদিকে, বিপিএলের গত আসরে পাঁচজন বিদেশী ক্রিকেটার একাদশে রাখার সুযোগ ছিল দলগুলোর। এবার তা চারজনে নামিয়ে আনা হয়েছে। এবার প্রতিটি দল সর্বোচ্চ ৯ জন বিদেশী ক্রিকেটার ও ১২ জন স্থানীয় ক্রিকেটার দলে ভেড়াতে পারবেন।