বাকী ম্যাচগুলোতে খেলবে পূর্ণশক্তির ভারত

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি তিন ওয়ানডের জন্য দলে যুক্ত হয়েছেন ভারতীয় দুই ফ্রন্ট লাইন পেসার জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের পর চলমান এই সিরিজের টেস্ট এবং প্রথম দুইটি ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল এই দুই পেসারকে।
পরিবর্তন হিসেবে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথম দুইটি ওয়ানডে খেলা পেসার মোহাম্মদ শামি। দলের সাথে বাকি ওয়ানডে ম্যাচের জন্য দলে যুক্ত হতে পারেন হ্যামস্ট্রিং ইনজুরিতে দলের বাইরে থাকা ক্রিকেটার কেদার যাদব।

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন কেদার। তবুও দলকে জেতাতে ব্যাট হাতে রেখেছিলেন অনেক বড় অবদান।
এদিকে বল হাতে তেমন ভাল পারফর্ম দেখাতে পারেননি মোহাম্মদ শামি আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর প্রথম দুইটি ওয়ানডেতে ভারতের হয়ে খেলছিলেন তিনি। প্রথম ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট, তবে দলের সবচেয়ে খরুচে বোলার হিসেবে দিয়েছিলেন ৮১ রান।
কিন্তু দ্বিতীয় ম্যাচে কিছুটা ভাল ছিল তাঁর বোলিং। ১০ ওভার বোলিং করে দিয়েছেন ৫১ রান এবং নিয়েছেন একটি উইকেট। তবে দল জয়ের মুখ দেখেনি। তাই দলে জায়গা ধরে রাখতে পারেননি তিনিও।
পাঁচ ম্যাচ সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৯ অক্টোবর এবং ১লা নভেম্বর। বর্তমানে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ভারত।