promotional_ad

চেজের ব্যাটে লড়ছে ক্যারিবিয়ানরা

ব্যাটিংয়ের মুহূর্তে পিটার চেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিটার চেজ ও জেসন হোল্ডারের লড়াইয়ে হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি স্বাগতিক ভারত। ভিরাট কোহলির দল আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলে নিয়েছিল মাত্র ১৮২ রানে।


এরপর সপ্তম উইকেটে অধিনায়ক জ্যাসন হোল্ডার আর রোষ্টন চেজের শত রানের জুটিতে বিপর্যয় এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শেষ হওয়ার ৫ ওভার আগে হোল্ডার ফিরলেও বেশ শক্ত ভিত পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

প্রথম দিন শেষে তাঁদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান। লাঞ্চের আগেই সফরকারীরা ৩ উইকেট হারিয়েছিল। তাদের রান তখন মাত্র ৮৬। ক্যারিবীয় টপ অর্ডার আর মিডল অর্ডার মিলিয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।


টপ ফাইভের ৩ জনই শিকার হয়েছেন স্পিনার কুলদীপ যাদবের। ওপেনার কার্লোস ব্রাফেটকে (১৪) ফেরানোর পর শিমরন হেটমায়ার (১২) আর সুনীল অ্যামব্রিসকেও (১৮) তুলে নেন কুলদীপ।


বাকি দুটি উইকেট ভাগ করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। দলের এমন বিপর্যয়ে ১৮৩ বলে ১০৪ রানের দারুণ এক জুটি করেছেন চেজ ও হোল্ডার।


এই দুজনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ন্যূনতম তিনটি সেঞ্চুরি  জুটি উপহার দিয়েছেন। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের হাতে আছে ৩ উইকেট। এখন দেখার বিষয় ক্যারিবিয়ানিদের কতদূর এগিয়ে যায়। উইকেটে রয়েছেন চেজ (৯৮*) ও দেবেন্দ্র বিশু (২*)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball