promotional_ad

অজিদের টেস্ট দল নির্বাচনে হতাশ মার্ক ওয়াহ

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডানহাতি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে না রাখায় হতাশ হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক নির্বাচক মার্ক ওয়াহ। তিনি দায়িত্বে থাকলে অবশ্যই ম্যাক্সওয়েলকে দলে রাখতেন, জানিয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার।


স্পিনারদের খুবই ভাল খেলেন ম্যাক্সওয়েল, শুধু তাই নয় বোলারদের উপর চওড়া হয়ে তাদের মনে ভীতি ঢুকিয়ে দেয়াতেও পটু তিনি। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত খেলে থাকেন এই ব্যাটসম্যান। গত বছরও ভারতের বিপক্ষে রাঁচি টেস্টে শতক হাঁকিয়েছিলেন তিনি। স্মিথ এবং ওয়ার্নারের পর একমাত্র অজি ক্রিকেটার তিনি যে শেষ দুই বছরে এশিয়ায় শতক করেছেন। আর এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফর্মে আছেন ম্যাক্সওয়েল। তাই নির্বাচকদের সেরার ক্রিকেটারের দিকেই নজর দেয়া উচিত বলে মনে করছেন অজি কিংবদন্তী মার্ক ওয়াহ।


promotional_ad

'গ্লেন ম্যাক্সওয়েলকেই আমি নির্বাচন করতাম। আমি মনে করি খেলায় পরিবর্তন আনার সক্ষমতা তাঁর রয়েছে। সে স্পিন ভাল খেলে, প্রধানত সে প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করতে পছন্দ করে। আপনি ম্যাট রেনশোকে দ্বিতীয় টেস্টের জন্য দলে নিতেই পারেন কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে ভালোর দিকেই দৃষ্টি দেয়া ঠিক হবে।'


নিষিদ্ধ থাকার কারণে এই মুহূর্তে অজি দলের দুই সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ নেই। সুতরাং দলে এ সময় অভিজ্ঞ এবং খেলায় পার্থক্য গড়ে দিতে পারে এমন ক্রিকেটারদেরই নেয়া উচিত বলে মনে করছেন মার্ক।


'এটা কঠিন কারন আমাদের দুইজন সেরা ব্যাটসম্যানকে হারিয়েছি, তাই নয় কি? যদি তিন নম্বর জনের কথা বলি তাহলে সে হল ব্যানক্রফট। তাই বলা যায় এখন অল্প কিছু ক্রিকেটার আছে যারা টেস্ট ভাল খেলে থাকে। এটা উদ্বিগ্ন হওয়ার সময় নয়। আমি মনে করি না এখানে এমন অনেক খেলোয়াড় নেই যারা পার্থক্য গড়ে দিতে পারে।'


আরব আমিরাতে চলমান সিরিজের প্রথম টেস্টে তিন জন ক্রিকেটারকে টেস্ট অভিষেক করিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু দলের প্রয়োজনে তেমন কিছু করে দেখাতে পারছেন। চতুর্থ দিনে ৩২৬ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে অজিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball