'পৃথ্বী'র সাফল্য পুরো বয়স ভিত্তিক ক্রিকেটের সাফল্য'

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তরুণ ক্রিকেটারদের একটি সুপরিকল্পিত পদ্ধতির মধ্যে সব সময়ই রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকফ্রেঞ্জির একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভারতীয় অনূর্ধ্ব ঊনিশ দলের প্রধান কোচ উরকেরি রমন। অনূর্ধ্ব ষোলো থেকে শুরু ঊনিশ পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে তরুণ এই ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্য দিয়ে আসতে হয়।
সেখানেই ভিন্ন কন্ডিশন, চাপে খেলার অভিজ্ঞতা অর্জন করে তাঁরা। যা পরবর্তীতে জাতীয় দলে তাঁদের কাজকে আরও সহজ করে দেয়। যার সুফল বর্তমান ভারতীয় দলের দুই তরুণ ব্যাটসম্যান রিশাভ পান্ত এবং পৃথ্বী শ। রমন বলেছেন, জাতীয় দলে তরুণদের সাফল্য মানে পুরো পদ্ধতির সফলতা।

'এটি পুরো সিস্টেমেরই বিজয়। আমি সর্বদা বলে এসেছি যে ভারতে এই ছেলেরা যে সিস্টেমের মধ্যে থাকে তা আসলেই অসাধারণ এবং অতুলনীয়। তাঁরা অনূর্ধ্ব ১৯ দলে খেলার আগে থেকে অনেক বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছে, অনূর্ধ্ব ১৬ লেভেল এবং অন্যান্যতেও খেলেছে। চাপের মুখেও ম্যাচ খেলার অভিজ্ঞতাও হয়েছে তাঁদের।
'তাঁরা বিভিন্ন দলের বিপক্ষে খেলেছে, এমনকি ঘরোয়া ক্রিকেটে এবং ভিন্ন কন্ডিশনেও। তাঁরা যে ধরণের সুযোগ সুবিধা পেয়েছে, সব থেকে আনন্দের ব্যাপার হল ছেলেরা সেগুলোর সদ্ব্যবহার করছে। পৃথ্বী শ যে পরিমাণ উন্নতি করেছে তা এক কথায় অসাধারণ।'
নিজের টেস্ট অভিষেকেই দুর্দান্ত পারফর্মেন্স করেছেন পৃথ্বী। কম বলে শতক থেকে শুরু করে কম বয়সে শতক, আরও অনেকগুলো রেকর্ডে নাম লিখিয়েছেন ১৮ বছর বয়সী এই তরুণ।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৫ বলে ১৩৪ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এদিকে কিছুদিন আগে ইংল্যান্ড সফরে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্তের। সেখানে অসাধারণ ছিলেন তিনি, হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই শতক।
ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে অল্পের জন্য শতক হাতছাড়া হয়েছে তাঁর। ৯২ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু সব মিলিয়ে অসাধারণ পারফর্মেন্স করছে ভারতের তরুণরা। এর পেছনে ভারতের পদ্ধতির অনেক বড় অবদান আছে, জানিয়েছিলেন কোচ রমন।