সুদীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে চোখ ইমরুলের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮ সালে বাংলাদেশ দলে অভিষেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের। দলে নিয়মিত না হলেও ১০ বছর ধরে খেলছেন জাতীয় দলে। এখনই থেমে যেতে চান না দলের হয়ে ১২১ ম্যাচ খেলা ইমরুল। আরও দীর্ঘ করতে চান নিজের ক্রিকেট ক্যারিয়ার এবং সেটা অবশ্যই জাতীয় দলের হয়ে, সময় টিভির এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি।
আর এর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অনুশীলন, ফিটনেস থেকে শুরু করে ক্রিকেটে নিজেকে ফিট রাখতে যা যা প্রয়োজন সব কিছুই করছেন ইমরুল। তাঁর মতে নিজেকে প্রস্তুত রাখলে সুযোগের সদ্ব্যবহার সর্বদাই করা সম্ভব। তিনি বলেন,

'ক্রিকেট ক্যারিয়ারটি আরেকটু লম্বা করতে চাই। জাতীয় দলে প্রায় ১০ বছর খেলেছি। যতদিন খেলবো জাতীয় দলে খেলার জন্যই চেষ্টা থাকবে। নিজেকে সেভাবেই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত রাখি।
'সবসময় নিজেকে তৈরি রাখলে হয়ত একটি সুযোগ আসলে খেলা সম্ভব হয়। আমি হয়ত ফিটনেস এবং অন্যান্য কিছু যদি ঠিকভাবে না করতাম তাহলে আমার জন্য কঠিন হতো খেলা।'
নিজেকে তৈরি রেখেছিলেন বলেই এশিয়া কাপের স্কোয়াডে না থেকেও খেলছেন জাতীয় দলের পোশাকে। অচেনা কন্ডিশনে নেমেই খেলেছেন ৭২ রানের অসাধারণ একটি নির্ভরযোগ্য ইনিংস, যেটি সে সময় দলের প্রয়োজন ছিল।
এভাবেই সুযোগ পেলে কাজে লাগাতে চান তিনি। নিজের ক্রিকেট ক্যারিয়ারকে আরও সুদীর্ঘ করতে চান। আর তিনি বিশ্বাসও করেন, ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখলে এবং পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ক্যারিয়ার আপনা আপনিই লম্বা হতে বাধ্য।