এশিয়া কাপ

আবারও স্রোতের বিপরীতে মুশফিক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:18 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অভিজ্ঞ তামিম ইকবাল বিহীন ব্যাটিং অর্ডারকে বারবারই পথ দেখাচ্ছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে ভাগ্য খারাপ তাঁর। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফিরলেন তিনি।

নয়তো এটিই হত চলমান এশিয়া কাপে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি এবং এশিয়া কাপে সব মিলিয়ে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ১১৬ বলে নয়টি চারে সাজানো মুশফিকের এই ইনিংসটি নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলকে।

এদিকে চলমান এশিয়া কাপে এর আগেও পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন মুশফিক। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে চটজলদি দুই উইকেট পড়ে গেলে সেখান থেকে দলকে পথ দেখান মুশফিক।

সেই ম্যাচে তিনি করেছেন ১৫০ বলে ১৪৪ রান। মোহাম্মদ মিথুনের সঙ্গে গড়েছিলেন ১৩৩ রানের রানের জুটি। পাকিস্তানের বিপক্ষেও দ্রুত তিন উইকেট যাওয়ার পরে হাল ধরেছেন মুশফিক। 

এবারও কাকতালীয়ভাবে তাঁর সঙ্গী ছিলেন মিথুন। মিথুনের সঙ্গে এবার তিনি গড়েছেন ১৪৬ রানের অনবদ্য এক জুটি। তবে এতো দুর্দান্ত খেলতে থাকা মুশফিক পুরোপুরি সুস্থ নন। 

বুকের পাঁজরের নয় নম্বর হাড়ে চিড় ধরেছে তাঁর। এই অসুস্থ শরীর নিয়েই চলমান এশিয়া কাপে খেলছেন তিনি। এছাড়া পাকিস্তানের বিপক্ষেও ব্যক্তিগত ৫৪ রানে থাকার সময় ক্র্যাম্পের (পেশীতে টান খাওয়া) শিকার হয়েছিলেন তিনি।