বর্ণবাদ ইস্যু

মইন ইস্যুতে তদন্ত বন্ধের ঘোষণা অস্ট্রেলিয়ার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:52 সোমবার, 24 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ অলরাউন্ডার মইন আলির করা স্লেজিংয়ের অভিযোগ আর তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৫ সালের অ্যাশেজ সিরিজ চলাকালীন সময়ে মইনকে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসামা বিন লাদেন বলে স্লেজিং করেছিলেন।

পরবর্তীতে এই ঘটনা মইন নিজের আত্মজীবনীতে তুলে ধরলে তদন্ত শুরু করে অজি ক্রিকেট বোর্ড (সিএ)। তবে সঠিক এবং সুষ্ঠু তথ্য না পাওয়ায় এরই মধ্যে সেই তদন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। 

অবশ্য মইন নিজেও নাকি চাইছেন না তদন্তটি সামনের দিকে এগিয়ে নিতে। মঙ্গলবার অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,

 'আমরা ইসিবির সাথে একত্রে এই বিষয়ে কাজ করেছি এবং আমাদের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে মইনের কথা অনুযায়ী সেসময় এই ঘটনার তদন্ত হয়েছিল।'  

সেই মুখপাত্র আরও বলেন, 'মইন এই বিষয়টি আর এগিয়ে নিতে চাচ্ছে না এবং আমরাও বাড়তি কোন তথ্য উপাত্ত পাইনি তদন্ত চালিয়ে নেয়ার মত। সুতরাং তদন্তের সমাপ্তি এখানেই করা হচ্ছে।'  

উল্লেখ্য বর্ণবাদের অভিযোগ তুললেও সেই অজি ক্রিকেটারের নাম জানাননি মইন। নিজের বইতেও নামটি উহ্য রেখেছেন তিনি। মইন তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, 

'ব্যক্তিগত পারফর্মেন্সের দিক থেকে অ্যাশেজে খেলা আমার প্রথম ম্যাচ স্মরণীয় ছিল। কিন্তু ম্যাচে একটি ঘটনা ঘটেছে, যেটা আমাকে বিব্রত করে।

একজন অজি ক্রিকেটার মাঠের মধ্যে আমাকে 'ওসামা' বলে সম্বোধন করেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি কি শুনেছি, আমি রাগান্বিত অনুভব করছিলাম। ক্রিকেট মাঠে এতটা রাগান্বিত অনুভব করি নি আমি, কখনই না।'

সুত্র- রয়টার্স