promotional_ad

দেশে ফিরছেন তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

||ডেস্ক রিপোর্ট||


বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে হাতের ইনজুরির কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।


শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে কব্জির ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচ চলাকালীন সময়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। সেখান থেকে হাসপাতালে নিয়ে তামিমের এক্সরে করানো হলে কব্জিতে চিড় ধরা পড়ে। 


promotional_ad

তখনই তামিমের এশিয়া কাপ ভাগ্য কালো মেঘে ঢাকা পড়ে। কিন্তু বাংলাদেশি ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষায় ছিল। খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, 'আমরা এখন নিশ্চিত করে বলতে পারছি, তামিম এশিয়া কাপে খেলছেন না। আমরা তামিমের রিপোর্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবো। সেখানে পর্যালোচনার পরই বিসিবি তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
  
ইনজুরি আক্রান্ত তামিম আগামীকাল মঙ্গলবার দেশে ফিরে আসবেন। দেশে এসেই তামিমের হাতে সার্জারি ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে। চিকিৎসার জন্য তামিমকে হয়তো ফের দেশের বাইরে যেতে হবে। 


তামিম ইকবাল, যিনি কিনা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের বিপদে চিড় ধরা হাত নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশকে লড়াই করার মত স্কোর অর্জন করতে সাহায্য করেন। শুরুতে সুরাঙ্গা লাকমলের বলে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও ইনিংসের ৪৭তম ওভারে ব্যাট করতে নামেন তিনি।


শেষ উইকেটে তামিমকে নিয়ে অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম বাড়তি ৩২ রান যোগ করে বাংলাদেশকে ২৬১ রানে পৌঁছে দেন তিনি, পরবর্তীতে বাংলাদেশ দল সহজেই লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball