Connect with us

এশিয়া কাপ

হারলেই বাদ যাবে শ্রীলংকা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : শ্রীলংকা দল

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে নিতান্তই চাপে শ্রীলংকা দল। আর এই চাপ নিয়েই সোমবার দিন আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে তারা।

শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ম্যাচের আগে চাপে থাকা শ্রীলংকা দল অবশ্য একটি বিষয়ে স্বস্তি খুঁজেই নিতে পারে।


আর তা হচ্ছে এখন পর্যন্ত খেলা দুই ওয়ানডেতেই আফগানদের হারিয়েছে তারা। অবশ্য শেষবার এই দুই দলের সাক্ষাত হয়েছিল ২০১৫ সালের বিশ্বকাপে। তখনকার আফগান থেকে এই আফগান অনেক আলাদা।


রশিদ খান, মুজিব উর রহমানদের নিয়ে গড়া এই আফগানের বোলিং শক্তি দেখে ভড়কে যেতে পারে যে কোন দলের ব্যাটিং লাইনআপ। অবশ্য টি-টুয়েন্টিতে আফগানরা বেশি শক্তিশালী, ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে কিভাবে খেলে সেটাই দেখার বিষয়।

ম্যাচের আগে আফগানরাও আছে মনস্তাত্ত্বিক স্বস্তিতে। কেননা আরব আমিরাতে নিজেদের মাঠ হিসেবে খেলে তারা। তাই প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় অভ্যস্ত হয়ে কিছুটা আত্মবিশ্বাস খুঁজে পেতেই পারে তারা।

আর আফগানদের আত্মবিশ্বাসই কাল হতে পারে শ্রীলংকার জন্য। কোনভাবে যদি এই ম্যাচে হেরে যায় তারা তাহলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে তারা। আর যদি আফগানরা হারে, তাহলে গ্রুপ পর্বের সমীকরণ নিষ্পত্তির ম্যাচ হবে 'বাংলাদেশ বনাম আফগানিস্তান' ম্যাচ।

এদিকে এই ম্যাচে শ্রীলংকা দলে আসতে পারে দুইটি পরিবর্তন। দিলরুয়ান পেরেরার জায়গায় খেলতে পারেন আকিলা ধনঞ্জয়া এবং নিরোশান ডিকওয়েলার জায়গায় খেলতে পারেন ধনঞ্জয়া ডি সিলভা।

সম্ভাব্য একাদশঃ- 

আফগানিস্তানঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, গুলবদীন নাইব, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান / সাঈদ শিরজাদ, রশিদ খান, আফতাব আলম, মুজিবুর রহমান।

শ্রীলংকাঃ কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দাসুন শানাকা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, আকিনা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা।

সর্বশেষ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্রামে উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির পরও পিছিয়ে নর্থ জোন

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

রশিদকে টপকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

যতদিন হাঁটতে পারব, ততদিন আইপিএল খেলব: ম্যাক্সওয়েল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্বকাপের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন গিল

আর্কাইভ