Connect with us

বর্ণবাদ ইস্যু

মইন আলি ওসামা বিন লাদেন!


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মইন আলি, ইংলিশ অলরাউন্ডার ২০১৫ সালের অ্যাশেজে নিজের প্রথম ম্যাচে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার দ্বারা বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে এই তথ্য প্রকাশ করেন মইন আলি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচেই মইন আলিকে 'উসামা বিন লাদেন' বলে কটূক্তি করেছেন এক অজি প্লেয়ার। কার্ডিফ টেস্টে মইনের ব্যাট থেকে প্রথম ইনিংসে আসে ৭৭ রান, পাশাপাশি পাঁচটি উইকেট নিয়ে ম্যাচ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।


নিজের প্রথম অ্যাশেজ টেস্ট পারফর্মেন্সের জন্য ম্যাচটি স্মরণীয় থাকলেও কিছু তিক্ত অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন এই ইংলিশম্যান। তিনি আত্মজীবনীতে লিখেছেন, 'ব্যক্তিগত পারফর্মেন্সের দিক থেকে অ্যাশেজে খেলা আমার প্রথম ম্যাচ স্মরণীয় ছিল। কিন্তু ম্যাচে একটি ঘটনা ঘটেছে, যেটা আমাকে বিব্রত করে। 


'একজন অজি ক্রিকেটার মাঠের মধ্যে আমাকে 'ওসামা' বলে সম্বোধন করেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি কি শুনেছি, আমি রাগান্বিত অনুভব করছিলাম। ক্রিকেট মাঠে এতটা রাগান্বিত অনুভব করি নি আমি, কখনই না।'

বিষয়টি অবশ্য নিজের মধ্যে রাখেননি মইন আলি। ইংলিশ কোচ ট্রেভল বেইলিসের মাধ্যমে তৎকালীন অজি কোচ ড্যারেন লেহম্যানের কানেও গিয়েছে বিষয়টি। তবে জিজ্ঞেসাবাদে উক্ত অজি ক্রিকেটার মইন আলির তোলা অভিযোগ অস্বীকার করে।

'আমি আমাদের দলের কয়েকজনকে বলেছিলাম বিষয়টি। মনে হয় আমাদের কোচ, ট্রেভর বেইলিস অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যানকেও এই ইস্যুতে কথা বলেছেন। লেহম্যান উক্ত প্লেয়ারকে এই প্রশ্ন করলে সে বিষয়টি অস্বীকার করে, সে বলেছিল, ওসামা নয়, আমাকে 'পার্ট টাইমার' বলেছিল, যা সম্পূর্ণ অসত্য।'

মইন আলি, এই ঘটনার পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মন থেকে ঘৃণা করেন। সাবেক ইংলিশ কাপ্তান মাইক অ্যাথারটনের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমি পুরো জীবনে যাদের সাথেই খেলেছি এখন পর্যন্ত, তাদের মধ্যে অজিদেরই অপছন্দ করি। ইংল্যান্ডের পুরনো শত্রু বলে নয়, যেভাবে তাঁরা মাঠে ও মাঠের বাইরে নিজেদের পরিচালিত করে থাকে, সেটা প্লেয়ারদের জন্য অসম্মানজনক।'

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন