সান্ত্বনা পুরষ্কার পাচ্ছে এইচপি দল

ছবি: অনুশীলনে এইচপি দল, ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সফর বাতিলের কারণে আনুষ্ঠানিক কোন ম্যাচ ছাড়াই মাস শেষ করতে হয়েছে বিসিবির হাই পারফর্মেন্স (এইচপি) দলকে। তবে দলের ক্রিকেটারদের অনুশীলনের মধ্যে রাখতে টি-টুয়েন্টি, ওয়ানডে এবং চারদিনের টেস্টের আয়োজন করছে বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এইচপি দলের জন্য চারটি ওয়ানডে ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। যার দুটি ম্যাচ আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর মিরপুরে নিজেদের মধ্যে খেলবে দলের ক্রিকেটাররা। যেখানে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড থাকা ক্রিকেটার যারা চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি তাঁরাও খেলবেন।

সীমিত ওভারের বাকি দুই ম্যাচ চলতি মাসের ১২ এবং ১৪ তারিখ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ দুটি অনূর্ধ্ব ঊনিশ দলের বিপক্ষে খেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, এইচপি দলের জন্য টি-টুয়েন্টি ম্যাচের আয়োজন করার কথাও সংবাদ সম্মেলনে জানিয়েছেন নান্নু।
'এইচপির জন্য টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করেছি। আমাদের অনেক গুলো প্লেয়ার আছে এখানে। এইচপির শ্রীলঙ্কা সফর হওয়ার কথা ছিল, সেটা হয় নি। সেই হিসেবে অনেক গুলো ম্যাচ আয়োজন করেছি। টি-টুয়েন্টি আছে, আন্ডার নাইনটিনের সাথে ওয়ানডে আছে।'
এছাড়া ওয়ানডে ম্যাচগুলো শেষে এইচপি দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি চারদিনের ম্যাচও খেলবে। আসন্ন ন্যাশনাল ক্রিকেট লীগের (এনসিএল) জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতেই এ ম্যাচগুলোর আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন সাকিব-তামিমদের প্রধান নির্বাচক।
'তার সাথে একটা চারদিনের ম্যাচ হবে, ১৭ তারিখ। ওরা অনুশীলনের মধ্যে থাকুক, এই জন্যই ম্যাচ আয়োজন করা। একটা সিস্টেমের মধ্যে থাকুক, ম্যাচ প্র্যাকটিসের অভাব যাতে বোধ না হয়। প্লেয়ারদের ইনজুরি হতে পারে, সেই জন্য একটা প্লেয়ারকে প্রস্তুত রাখতেই এই ম্যাচ গুলো আয়োজন করা।'