পন্টিংয়ের ইনজুরিতে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

ছবি: রিকি পন্টিং, ছবি- ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ রিকি পন্টিংয়ের ইনজুরি নিয়ে বিপাকে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী তিন থেকে ছয় মাস দলের বাইরে থাকতে হবে অজি এই কোচকে। যা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সহ সকলে।
জানা গেছে, নিজের স্পন্সর কোম্পানির একটি বিজ্ঞাপন করতে গিয়ে এই ইনজুরিতে পড়েন ল্যাঙ্গারের এই সহকারী। যে কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পন্টিংয়ের অনুপস্থিতি অনেকটাই নিশ্চিত। আর এই সংবাদে ঘন কালো মেঘ নেমে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে।
এদিকে গত বছর নিউল্যান্ডে বল টেম্পারিং কান্ডের পর কোচের দায়িত্ব পেয়েছিলেন সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। জানিয়েছেন, এরপর থেকে দলকে নিয়ে চিন্তায় অনেক রাতেই ঠিক মতো ঘুমাতে পারেননি তিনি।

কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না এই কোচ। পরবর্তীতে টি-টুয়েন্টি দলের সাথে কাজ করা পন্টিংকে ওয়ানডে দলের সাথে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন ল্যাঙ্গার।
'আমার প্রাপ্ত বয়স হওয়ার পর এই প্রথম মাঝ রাতে ঘুম থেকে জেগে উঠেছি। এটা কয়েকবার ইংল্যান্ডেও হয়েছিল। এমনকি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখনও। এটা উদ্ভট কিন্তু এখন আমি জানি আমার নতুন দলের সাথে কাকে বিশ্বাস করা যায়। আশাকরি এখন ভালো ঘুমাতে পারবো।'
এখন ল্যাঙ্গারের মূল লক্ষ্য এমন কিছু ক্রিকেটার তৈরি করা যারা যে কোন সময় দলের নেতৃত্ব দিতে পারবে। যারা শুধু অধিনায়কের দায়িত্ব নয় দলকেও সংগঠিত করতে পারবে। আর এই কাজ করতে পারলে নিজেকে সফল মনে করবেন তিনি।
অজি কোচের চাওয়া অস্ট্রেলিয়ানদের কাছে ক্রিকেটারদের মর্যাদা আবার ফিরে আসুক। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ল্যাঙ্গার।
'অবশ্যই আমি আরও স্পষ্ট স্তম্ভ পেয়েছি যা আমরা পরবর্তী কয়েক বছরের জন্য দলে অর্জন করতে চেষ্টা করছি। আমি নেতৃত্ব সম্পর্কে স্পষ্টতা পেয়েছি। আমার মূল লক্ষ্য সাংগঠনিক নেতৃত্বে এবং এটা শুধু অধিনায়ক অথবা সহঅধিনায়কের পদের জন্য নয়। এটা তরুণদের উন্নয়নের জন্য হতে হবে।
'যদি আমি দায়িত্বটি ছেড়ে দেই তাহলে ছয় অথবা সাতজন যাদের আপনি কালই অধিনায়কের দায়িত্ব দিতে পারবেন। আর এটা যদি হয় তাহলে আমি মনে করব আমি অনেক ভালো কাজ করেছি। তখন শুধু ভালো ক্রিকেট নয়, আমার মনে হয় অস্ট্রেলিয়ার জনগনও আমাদের নিয়ে গর্ব করবে। আমরা আবার সম্মান ফিরে পাবো।'