বিপিএলে কোচিং করাতে আসছেন ল্যান্স ক্লুজনার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল রাজশাহী কিংস। কিন্তু বিপিএল নভেম্বর থেকে জানুয়ারিতে পিছিয়ে যাওয়ার কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন এই কিউই।
আর ভেটোরির পরিবর্তে রাজশাহী কিংসের হেড কোচের দায়িত্ব পালন করতে বাংলাদেশে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। বৃহস্পতিবার ক্লুজনারের হেড কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
জানুয়ারি মাসে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের হেড কোচের দায়িত্ব পালন করবেন ভেটোরি। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল নভেম্বর থেকে পিছিয়ে জানুয়ারিতে নিয়ে যাওয়ায় এ বছর আর রাজশাহীর সঙ্গে কাজ করা হচ্ছেনা তাঁর। রাজশাহী কিংসের সিইও তাহমিদ গালিব এই প্রসঙ্গে জানান,

'ভেটোরির সঙ্গে যখন আমাদের চুক্তি হয় যখন, তখনই সে বলে দিয়েছিল যদি বিপিএল এবং বিগ ব্যাশ একই সময় হয় তখন সে আমাদের সাথে কাজ করতে পারবেনা। কারণ বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের সঙ্গে সে চুক্তিবদ্ধ।'
এদিকে নতুন কোচের নাম ঘোষণা করলেও এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি ক্লুজনার। ঠিক কবে নাগাদ বাংলাদেশে এসে চুক্তিতে সই করবেন সেটার ব্যাপারেও নিশ্চিতভাবে জানা যায়নি।
২০১০ সালে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে। কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেয়ার কারণে শ্রীলংকার চম্পকা রামানায়েকের কাঁধে এই দায়িত্ব দেয়া হয়। সম্প্রতি ভারতের ঘরোয়া লীগে দিল্লীর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লুজনার।
পাশাপাশি জিম্বাবুয়ের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্লুজনারের। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও কাজ করেছিলেন এই প্রোটিয়া।
২০১২ সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডলফিনসের সঙ্গেও কাজ করেছেন ক্লুজনার। এরপর জাতীয় দলের হয়ে ২০১৫ সালে কাজ করেছিলেন তিনি। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়ার।
সূত্রঃ ইসপিএন