promotional_ad

আমি জ্যোতিষী নইঃ রোডস

সংবাদ সম্মেলনে রোডস এবং মাশরাফি, ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

।। ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।।


এশিয়া কাপের শিরোপা জয় নিয়ে নিশ্চিত নয় কোন দলই। তবে টাইগার কোচ রোডসের কাছে যদি ভবিষ্যৎ জানার পাথর থাকতো তাইলে তিনি জেনে নিতেন আগেই। তবে এসবে নয়, তিনি বিশ্বাস রাখছেন দলের উপর।


এই টুর্নামেন্টে ছয় বারের চ্যাম্পিয়ন ভারত, পাঁচ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং দুই বারের চ্যাম্পিয়ন পাকিস্তান সহ সব দলই শক্তিশালী। তবে সেরাটা দিয়ে খেলতে পারলেই জেতা সম্ভব, বলেছেন রোডস। 


‘যদি ক্রিস্টাল বল (যে বলে ভবিষ্যত গণনা করা যায় বলে অনেকের বিশ্বাস) থাকতো, তবে আমি বলতে পারতাম, আমরা এশিয়া কাপ জিতে গেছি। কিন্তু আমার কাছে তো সেটি নেই। এশিয়ায় আরও শক্তিশালী দল আছে-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। তবে আমরা বিশ্বাস করি, পারা সম্ভব। যদি আমরা সেরাটা দিয়ে চেষ্টা করি, শতভাগ দিতে পারি, ভালো ক্রিকেট খেলি; তবে জিততে পারি আমরাও।’


promotional_ad

তবে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। নিজের প্রথম মিশনেই টাইগারদের নিয়ে সফলতা পাওয়া কোচ স্টিভ রোডস অন্তত এমনটাই মনে করছেন।


ক্যারিবিয়ানদের বিপক্ষে কঠিন কন্ডিশনে জিততে পারলে এশিয়া কাপের শিরোপা কেন নয়? সকলকে এ বিশ্বাস রাখতে বলেছেন এই ইংলিশম্যান। তবে তার জন্য টুর্নামেন্টের শেষ অবধি খেলতে হবে মাশরাফিদের এটাও বিশ্বাস করেন তিনি।


এর জন্য গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলে জেতার বিকল্প কিছু দেখছেন না রোডস। বৃহস্পতিবার অনুশীলন ক্যাম্পের শেষ দিন সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে প্রধান কোচ বলেন,


'আমি মনে করি এশিয়া কাপ জিততে পারলে এটি অনেক বড় অর্জন হবে আমাদের জন্য। আমরা সেখানে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের থেকে র‍্যাংকিংয়ে এগিয়ে আছি, কিন্তু এরপরেও তাদের বিপক্ষে খেলা কঠিন ছিল।সেখানে জয় পাওয়ায় দল অনেক বেশি আত্মবিশ্বাস অর্জন করেছে। এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে আমাদের হাতে দুটি ম্যাচ রয়েছে।


'এই বিষয়টিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।আমরা এখনই নিশ্চয়তা দিতে পারছি না যে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে। এরপর আমরা যদি টুর্নামেন্টের শেষ ধাপে যেতে পারি তাহলে আপনি কেন বিশ্বাস করবেন না যে আপনি জিততে পারবেন না?'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball