promotional_ad

রঙিন আলোয় ভুবন রাঙানো মুস্তাফিজ...

মুস্তাফিজুর রহমান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আবির্ভাবেই ক্রিকেট বিশ্বকে নিজের বিস্ফোরক আগমনী বার্তা দিয়েছেন তিনি। জীবনের প্রথম টেস্ট এবং টানা দুই ওয়ানডে ম্যাচসেরা হওয়া মুস্তাফিজের আগমন যেন রুপ কথার গল্পের মত। ক্রিকেট ইতিহাসের 'দ্বিতীয়' হিসেবে জীবনের প্রথম দুই ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বোলার তিনি। আজ সেই বিস্ময় বালক মুস্তাফিজের ২৩তম জন্মদিন। 


১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন দেশের এই পেস সেনসেশন। ২০১৫ সালের ২৪শে এপ্রিল টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক তার। ক্যারিয়ারের প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করা মুস্তাফিজ সেই ম্যাচে ২০ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। তার অভিষেক ম্যাচে প্রথম উইকেটটি ছিল শহিদ আফ্রিদির।


promotional_ad

সেই ম্যাচে আশার পালে হাওয়া তোলা মুস্তাফিজের ওয়ানডে অভিষেক ও হয়ে যায় একই বছর। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তার কল্যাণেই নিজেদের করে নেয় বাংলাদেশ। সেটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে বিশ্বের অন্যতম সেরা ভারতীয় ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তিনি। সেই সিরিজে তিন ম্যাচের মধ্যে, দুই ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি জিতে নেন সিরিজ সেরার মুকুটও। 


তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসির ওয়ানডে বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন তরুণ এই ক্রিকেটার। এখন পর্যন্ত দশটি টেস্ট খেলে তুলে নিয়েছেন ২৬ টি উইকেট। তবে পরিসংখ্যান বলছে সাদা পোশাকের চেয়ে রঙিন পোষাকেই বেশি উজ্জ্বল মুস্তাফিজ। ৩০ টি একদিনের ম্যাচ তুলে নিয়েছেন ৫৬ টি উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টিতেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি; এই ফরম্যাটে দেশের হয়ে ২৭ টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৩ টি উইকেট। 


শুধু দেশে নয় দেশের বাইরে আইপিএল সহ বিভিন্ন টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন সাতক্ষীরায় জন্ম নেওয়া এই তরুণ। প্রথমবার আইপিএলে অংশগ্রহণ করে নির্বাচিত হন সেই আসরের সেরা তরুণ ক্রিকেটার। ছোট্র ক্যারিয়ারে মুস্তাফিজ যেমন ভালো সময় কাটিয়েছেন, তেমনি কিছু খারাপ সময়ও এসেছে তার। ইনজুরির কারনে অনেকবার দলের বাইরে ছিলেন, যার স্পষ্ট ছাপ ছিল তার পারফর্মেন্সে। তবু মুস্তাফিজ দমে যাননি, লড়াই চালিয়ে যাচ্ছেন স্বভাবসুলভ ভঙ্গিমায়। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও বল হাতে নিজের ছন্দে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।


মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মুস্তাফিজ চার ভাই, বোনের মধ্যে সবার ছোট। মেজো ভাই মোখলেছুর রহমানকে সঙ্গে নিয়ে প্রতিদিন ভোরে নিজ গ্রাম তেঁতুলিয়া থেকে ৪৫ কিলোমিটার দূরে মোটরসাইকেলে চড়ে সাতক্ষীরায় অনুশীলনে যেতেন তিনি। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের করে উঠে আসা মুস্তাফিজ তো আর সহজে দমে যাওয়ার পাত্র নয়!


সাফল্যের সোপান বেয়ে মুস্তাফিজ দ্রুত উপরে উঠছেন, ভবিষ্যতে আরো ভালো করবেন। তার সাফল্যে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বারবার উড়বে, সেই প্রত্যাশায় দেশের কোটি ভক্ত-সমর্থক। জন্মদিনে ক্রিকফ্রেঞ্জি পরিবারের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের জন্য রইলো শুভেচ্ছা এবং শুভকামনা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball